ওন্দায় বিজেপি শক্তি প্রমুখের দোকানে হামলা ও বাড়িতে অগ্নিকান্ডে মুখ খুলল তৃণমূল। কি বললেন তৃণমূল কংগ্রেসের ওন্দা ব্লক সভাপতি উত্তম বিট। জেনে নিন এই ভিডিও প্রতিবেদনে।
BY Manasi Das22 Jan 2026 7:44 PM IST

X
Manasi Das22 Jan 2026 7:44 PM IST
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : ওন্দায় উত্তেজনা! বিজেপি শক্তি প্রমুখ তাপস বারিকের দোকানে হামলা ও বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মুখ খুলল তৃণমূল কংগ্রেস।বিজেপির অভিযোগ,গতকাল রাতের অন্ধকারে শক্তি প্রমুখের দোকানে ভাঙচুর ও বাড়িতে আগুন লাগানো হয়েছে।এবং এই ঘটনায় বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলে সরব হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে এবার পাল্টা বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেসের ওন্দা ব্লক সভাপতি উত্তম বিট। তিনি কী বললেন? পুরো বিষয়টি জানুন আমাদের এই ভিডিও প্রতিবেদনে।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇
Next Story




