ব্রেকিং নিউজ

গ্রামে আজও টিকে রয়েছে ঢেকীতে চাল গুঁড়োর পরম্পরা! পৌষ পার্বণে চাল গুঁড়ো করার ব্যস্ততা তুঙ্গে, জেলার গ্রামীণ পল্লী গুলোতে।

গ্রামে আজও টিকে রয়েছে ঢেকীতে চাল গুঁড়োর পরম্পরা! পৌষ পার্বণে চাল গুঁড়ো করার ব্যস্ততা তুঙ্গে, জেলার গ্রামীণ পল্লী গুলোতে।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন: (উত্তম দে,জয়পুর ) : জেলার গ্রামে,গ্রামে এখনও ঐতিহ্য মেনে ঢেকীতে চাল গুড়ো করার রেওয়াজ শেষ হয়ে যায় নি।তাই পৌষের পড়ন্ত বেলায় গ্রামের পল্লীতে,পল্লীতে কান পাতলে শেনা যায় ঢেকীতে পাহার দেওয়ার আওয়াজ।

মকরসংক্রান্তির আগে পিঠে তৈরীর ব্যস্ততা এখন তুঙ্গে। বাড়ীর বৌ,আর মহিলাদের ঢেকী পাহার দেওয়ার ধুম পড়ে গেছে! তাদের দাবী,কলের গুড়ি বাজার মাতালেও ঢেকীতে কোটা চালের গুড়ির অকৃত্রিম স্বাদ পেতে আজও তারা ঢেকী ভানা গুড়িই পছন্দ করেন।

এতে খাটা,খাটুনি অনেক গুণ বেশী হলেও রসনা তৃপ্তিতে ষোলোআনা পুষিয়ে যায়।ফলে গ্রামে,গ্রামে ঢেকীর কদর আজও রয়েছে, দিন,দিন সংখ্যায় কমলেও একেবারে শেষ হয়ে যায়নি!

#দেখুন ভিডিও।[embed]

Next Story