জঙ্গলমহলে একশো দিনের কাজে দূর্নীতি, একই প্রকল্পে চারবার কাজ!প্রতিবাদে বিক্ষোভ।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের নেতুরপুরে একশো দিনের কাজে একই সেচ খালে চারবার করে কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পাশাপাশি এই প্রকল্পে দূর্নীতিরও অভিযোগ তুলে সরব হলেন তারা। আনেক মহিলা কাজ করতে এলে,তাদের তালিকায় নাম নেই বলে ফিরিয়ে দেওয়াতে এলাকায় উত্তেজনাও সৃষ্টি হয়। রবিবার গ্রামের মানুষ ওই সেচখালের সংস্কারের কাজ চলার সময় সেখানেই চড়াও হয়া বিক্ষোভ দেখান। তাদেএ অভিযোগ বারে,বারে বিডিও এবং এসডিও কে জানিয়েও লাভ হয়নি। এখানে শাসক দলের কতিপয় নেতাদেএ মদতে একশো দিনের কাজের টাকা কার্যত লুঠ হচ্ছে। আর গরীব মানুষ কাজ পাচ্ছেন না। গ্রামে মোট ২৯৭ জন জবকার্ডধারী থাকলেও ১০০ জন জব কার্ডধারী শাসক দলের অনুগামী হওয়ায় তারাই বছরে বারে,বারে কাজ পেলেও বাকীরা বঞ্ছিতই থেকে যায় বলে দাবী এলাকাবাসীর। তাদের মতে, একই সেচ খালে যে ভাবে বছরে চারবার কাজে লাগানো হচ্ছে, সেই টাকায় ওই খাল সিমেন্ট দিয়ে বানানো যাবে। আবার বন দপ্তরের জমিতেও বেআইনী ভাবে কাজে লাগিয়ে সেই জমি বেদখলের চেষ্টা চালানোরও অভিযোগও তারা তুলেছেন এক শ্রেণীর স্থানীয় শাসক দলের নেতাদের বিরুদ্ধে। যদিও,স্থানীয় শাসক দলের নেতৃত্ব এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেছেন। অন্যদিকে, ঘটনা রবিবারে হওয়ায় স্থানীয় প্রশাসনিক কর্তাদের কোনো বক্তব্য জানা যায়নি।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]