ব্রেকিং নিউজ

বেলিয়াতোড়ে উন্মত্ত আবাসিক হাতির আক্রমণে মৃত্যু গ্রামবাসীর। নুতন বছরেই হাতির হানায় জেলায় মৃত্যু ৫ জনের।

বেলিয়াতোড়ে উন্মত্ত আবাসিক হাতির আক্রমণে মৃত্যু গ্রামবাসীর। নুতন বছরেই হাতির হানায় জেলায় মৃত্যু ৫ জনের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : উম্মত আবাসিক হাতির আক্রমণে এবার প্রাণ হারালেন বাহাদুর বাউরী (৪২) নামে এক ব্যক্তি । মঙ্গলবার মাঝ রাতে জেলার উত্তর বন বিভাগের বেলিয়াতোড় রেঞ্জের লিগামোচড় গ্রামে এই দূর্ঘটনা ঘটে। জেলার উত্তর, দক্ষিণ,ও পাঞ্চেত এই তিন বিভাগ মিলিয়ে জানুয়ারী থেকে এপর্যন্ত হাতির হানায় মারা পড়েছেন পাঁচ জন। ফলে ক্ষোভ বাড়ছে মানুষজনের। জানা গেছে জেলার উত্তরে আটটি আবাসিক হাতির হানাদারিতে অতিষ্ঠ গ্রামের মানুষ। আটটির মধ্যে বেলিয়াতোড় রেঞ্জে ছটি হাতি আর বড়জোড়া রেঞ্জে দুটি হাতির গতিবিধি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।গ্রামবাসীরা জানিয়েছেন,সাউলিয়া গ্রাম থেকে লিগামোচড় গ্রামে তিনটি হাতি তান্ডব চালায়। তছনছ করে কলাগাছ ও জমির বীজতলাও। গ্রাম থেকে তাড়া করে হাতিগুলিকে পাশের জঙ্গলে পাঠায় বন কর্মীরা। কিন্তু ফের জঙ্গল থেকে বেরিয়ে পুরুষোত্তমপুর গ্রামে ঢুকে পড়ে তিনটি হাতির দল। ভাঙচুর করে কিছু ঘর বাড়িও।।রাত ৩ টা নাগাদ আবার হানা দেয় পাশের লিগামোচড় গ্রামে।জমির ফসল বাঁচাতে গ্রামবাসীরা হুলা হাতে নিয়ে হাতিদের তাড়ানো শুরু করেন। সেই সময় আক্রমনাত্মক হয়ে ওঠে হাতিগুলি। যে যার মতো দৌড়ে অন্যান্যরা প্রাণ বাঁচালেও বাহাদুর বাউরি হাতির সামনে পড়ে যান। শুঁড়ে করে তাকে আছড়ে ফেলে একটি হাতি। শুঁড়ে পেঁচিয়ে তাকে নিয়ে যায় বেশ খানিকটা দূরে জঙ্গলের রাস্তায়। সেখানে পা দিয়েও থেঁতলে দেয় বাহাদুরকে ।ঘটনাস্থলেই প্রাণ হারায় সে।

Next Story