নজরে ভোট

মহিলা তৃণমূল কংগ্রেসের কেন্দ্র বিরোধী ধর্ণা মঞ্চে অভিনব লক্ষী ভান্ডার বন্দনা,পড়া হল প্রকল্প পাঁচালিও।

মহিলা তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভানেত্রী মৌ সেনগুপ্ত বলেন, আজ জয় মঙ্গলবারে মঙ্গল কামনা এবং লক্ষীর ভান্ডারের বন্দনা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী নানা প্রকল্পের পাঁচালি পড়ার মধ্য দিয়ে সকলকে দিদি আর মোদির মধ্যে ফারাক বোঝানো হল।

মহিলা তৃণমূল কংগ্রেসের কেন্দ্র বিরোধী ধর্ণা মঞ্চে অভিনব লক্ষী ভান্ডার বন্দনা,পড়া হল প্রকল্প পাঁচালিও।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মহিলা তৃণমূল কংগ্রেসের কেন্দ্র বিরোধী ধর্ণা মঞ্চে অভিনব লক্ষীর ভান্ডারের মঙ্গল ঘট বন্দনার পাশাপাশি,মা,মাটি মানুষের সরকারের নানা জনমুখী প্রকল্পের উপযোগিতা, আম জনতার কাছে তুলে ধরতে, পড়া হল প্রকল্প পাঁচালিও। তৃণমূল মহিলা কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভানেত্রী মৌ সেনগুপ্ত, বাঁকুড়া পুরসভার চেয়ারপার্সন অলকা সেন মজুমদার,মহিলা নেত্রী রেখা দাস রজক,পুরসভার মহিলা কাউন্সিলাররা এবং জেলার অন্যন্য মহিলা নেত্রী ও মহিলা তৃণমূলের সদস্যারা এদিন বাঁকুড়া শহরের মাচানতলায় এই অভিনব কর্মসূচি পালন করেন।

শহরের প্রাণকেন্দ্র মাচানতলায় পথ চালিত মানুষেরও নজর কাড়ে এদিনের এই পুজো অর্চনা।আসুন এক পলকে দেখ্ব নেওয়া যাক এই অভিনব কর্মসূচির কয়েক ঝলক।প্রসঙ্গত,আজ কেন্দ্র সরকারের রাজ্যের প্রতি বঞ্চনা,লাগম ছাড়া দ্রব্য মূল্য বৃদ্ধি, ১০০ দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে এবং রাজ্যের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার ছড়ানোর প্রতিবাদে মাচানতলায় ৮ ঘন্টার ধর্ণা বিক্ষোভে সামিল হয় মহিলা তৃণমূল কংগ্রেস। সংগঠনের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভানেত্রী মৌ সেনগুপ্ত বলেন আজ জয় মঙ্গলবারে মঙ্গল কামনা এবং লক্ষীর ভান্ডারের বন্দনা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী নানা প্রকল্পের পাঁচালি পড় হল।

এর মাধ্যমে সকলকে দিদি আর মোদির মধ্যে ফারাক বোঝাতে এদিন এই অভিনব কর্মসূচি পালন নেওয়া হয় বলেও জানান তিনি।এতে ভালো সাড়া মেলায় মৌ দেবী নিজেও আপ্লুত।এদিনের অভিনব এই কর্মসুচি পথ চলতি মানুষেরও নজর কাড়ে। পাশাপাশি,ধর্ণা মঞ্চে স্লোগান আর বক্তব্যের এক ঘেয়েমি কাটাতে এই লক্ষী ভান্ডার বন্দনা আর প্রকল্প পাঁচালি পাঠ ভিন্ন স্বাদ এনে দেয় আন্দোলনে।আর তার ফলে বেজায় খুশী জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের থিঙ্ক ট্যাঙ্ক।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇



Next Story