নজরে ভোট

দাবি আদায়ে জোর জবরদস্তি পথ অবরোধ নয়,সৌজন্যতা বজায় রাখুন ঘাঘর ঘেরায় পড়ে কুড়মি নেতাদেরকে পরামর্শ অভিষেকের।

জামদায় অভিষেকের কনভয় থামলে তার সাথে কথা বলার সময় কুড়মি নেতারা স্পষ্ট জানান, অবিলম্বে তাঁদের দাবি মেনে কেন্দ্রের কাছে সংশোধিত সিআরআই রিপোর্ট পাঠাতে হবে রাজ্য সরকারকে।

দাবি আদায়ে জোর জবরদস্তি পথ অবরোধ নয়,সৌজন্যতা বজায় রাখুন ঘাঘর ঘেরায় পড়ে কুড়মি নেতাদেরকে পরামর্শ অভিষেকের।
X



বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেসের নবজোয়ার যাত্রার পথে দফায়,দফায় কুড়মিদের ঘাঘর ঘেরার ঘেরাটোপে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। মঙ্গলবার সিমলাপাল থেকে খাতড়া যাওয়ার পথে বনকাটা ও জামদা গ্রামে তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুড়মিদের ঘাঘর ঘেরার মধ্যে পড়তে হয়।তবে তার কনভয় থামেনি।ফের খাতড়া ঢোকার মুখে কুড়মিদের অবরোধে পড়লে অভিষেক বন্দ্যোপাধ্যায় কনভয় থামিয়ে কুড়মি নেতাদের সাথে কথা বলেন।এবং কুড়মিদের দাবি দাওয়ার কথা শোনেন তিনি।বাঁকুড়া২৪X৭ অ্যাপ ডাউনলোড করতে এই লেখাটির উপর ক্লিক করুন।আর আপডেট থাকুন বাঁকুড়ার খবরে।

এর পর তার পরামর্শ "জোর জবরদস্তি করে গায়ের জোরে পথ অবরোধ নয়,দাবি আদায়ের আন্দোলন হোক সৌজন্যতা বজায় রেখে।কুড়মি নেতারা যখন নিজেরায় বলছেন রাজ্যের সরকার মানবিক।তাই সরকারের ওপর ভরসা রাখা উচিত।" পাশাপাশি,কুড়মি নেতাদের কাছে তাদের দাবি দাওয়া সম্পর্কিত চিঠি চেয়ে নেন এমনকি কলকাতায় ফিরে এই বিষয়ে কথা বলতে কুড়মি নেতার মোবাইল নাম্বারও চেয়ে নেন তিনি।যদিও কুড়মি নেতারা সাফ জানিয়েছেন মুখের কথায় নয়, যতদিন না তাদের দাবি মিটছে তারা ততদিন এই ঘাঘর ঘেরা কর্মসূচি চালিয়ে যাবেন।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇



Next Story