২৭ বছর পর পঞ্চায়েতে ভোট দিয়ে আপ্লুত রতনপুরবাসী,এবার ফল জানতে মুখিয়ে আছেন তার।
BY Manasi Das9 July 2023 11:36 AM IST

X
Manasi Das9 July 2023 11:36 AM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : (অভিজিৎ ঘটক,রতনপুর) : বাম আমলেও পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে যেতেন শাসক দলের প্রার্থীরা।রাজ্যে সরকারের পাল বদল হলেও চিত্রটা কিন্তু বদলায় নি। গত পঞ্চায়েত ভোটেও ভোট দেওয়া অধরাই থেকে গিয়েছিল রতনপুরবাসীর। এবার প্রায় ২৭ বছর পর বুথ মুখী হলেন রতনপুরের ভোটাররা। নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আপ্লুত তারা।সারা রাজ্যে ভোটে হিংসা,ছাপ্পা,গুলি,বোমা,মৃত্যু মিছিল দেশ জুড়ে সংবাদ মাধ্যমের শিরোনামে জায়গা করে নিয়েছে।তখন রতনপুরের মানুষ উৎসবের আবহে ভোট দিয়ে ২৭ বছরের আক্ষেপ মিটিয়েছেন।
এখন তারা ভোটের ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষ করছেন ১১ তারিখের জন্য।
👁️🗨️দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story