নজরে ভোট

পঞ্চায়েত ভোটের মুখে পানীয় জলের দাবিতে পথ অবরোধ শ্যামদাসপুরে,জিলা পরিষদের সদস্যকে ঘিরে বিক্ষোভ।

পঞ্চায়েত ভোটের মুখে পানীয় জলের দাবিতে পথ অবরোধ শ্যামদাসপুরে,জিলা পরিষদের সদস্যকে ঘিরে বিক্ষোভ।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : গ্রামে নিকাশি নালা তৈরি করতে গিয়ে পানীয় জলের পাইপ লাইন ভেঙ্গে ফেলার জেরে গ্রাম জুড়ে পানীয় জল অমিল! এই ঘটনা বাঁকুড়া শহর লাগোয়া সানবাঁধা গ্রাম পঞ্চায়েতের শ্যামদাসপুর গ্রামের। এই অবস্থায় পানীয় জলের সমস্যা মেটানোর দাবীতে গ্রামের মানুষ শ্যামদাসপুর- ভাদুল রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। এই গ্রামে নিকাশি নালা তৈরি কাজ করার সময় পানীয় জলের পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হয়। আর তার ফলে জল সরবরাহ কদিন বন্ধ হয়ে পড়ে। এই অবস্থায় পাইপ লাইন সারাই না হওয়া পর্যন্ত আপদকালীন ব্যবস্থা হিসেবে জলের ট্যাঙ্ককারের মাধ্যমে পানীয় জল গ্রামে পৌঁছানোর আর্জি প্রশাসনকে জানালেও।তা মেলেনি।

ফলে, বাধ্য হয়ে আজ পথ অবরোধে সামিল হন গ্রামবাসীরা।এদিকে,অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে জিলা পরিষদের সদস্য ও স্থানীয় তৃণমূল নেতা অলোক সিংহ পৌঁছলে তাকে ঘিরেও বিক্ষোভ শুরু হয়ে যায়। তিনি আগামী কালের মধ্যে পাইপলাইন সারাইয়ের প্রতিশ্রুতি দিলে তাকে ঘেরাও মুক্ত করেন গ্রামের মানুষ।অন্যদিকে, বাঁকুড়া বিধায়ক নিলাদ্রি শেখর দানা এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেখেছেন।পঞ্চায়েত ভোটের আগে গ্রামবাসীদের ক্ষোভ প্রশমনে আগামী ২৪ ঘন্টায় জল সমস্যার জট কাটাতে প্রশাসনিক স্তরে কি ভুমিকা নেওয়া হয় সেটাই এখন দেখার।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇



Next Story