Home > নজরে ভোট > মিড ডে মিলের টাকায় ভোট কর্মীদের ভাতা,রাতারাতি একাউন্টের ভোল বদল,কেন্দ্রীয় টিম দিয়ে তদন্তের ইঙ্গিত সুভাষের।
মিড ডে মিলের টাকায় ভোট কর্মীদের ভাতা,রাতারাতি একাউন্টের ভোল বদল,কেন্দ্রীয় টিম দিয়ে তদন্তের ইঙ্গিত সুভাষের।
BY Manasi Das7 July 2023 12:19 AM IST

X
Manasi Das7 July 2023 7:03 AM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মিড ডে মিলের তহবিলের টাকায় ভোট কর্মীদের ভাতা প্রদান ইস্যুতে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে ময়দানে নেমে পড়লেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। তিনি বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক ডেকে রাজ্য সরকার কেন্দ্রের জবাবদিহির চিঠি পেয়ে নিজেদের পিঠ বাঁচাতে রাতারাতি মিড ডে মিলের একাউন্টের ভোল বদলে ফেলা হয় বলে নথি সহ প্রমাণ তুলে ধরেন তিনি। তিনি দাবি করেন পিএম পোষন অর্থাৎ মিড ডে মিলের একাউন্টটিকে এখন মিসলিনিয়াস একাউন্ট হিসেবে তুলে ধরছে রাজ্য সরকার। এবং এই ধরণের কারচুপি সারা রাজ্য জুড়েও চলতে পারে বলে আশঙ্কাও করা হচ্ছে। তাই বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রীয় টিমকে দিয়ে তদন্ত করানো হবে বলে এদিন ইঙ্গিতও দেন সুভাষ বাবু।
👁️🗨️দেখুন 🎦ভিডিও।
Next Story