Home > নজরে ভোট > ভোটের রঙ : গৈরা গ্রামে লোকনাথ মন্দিরে হরিনামে মাতোয়ারা অরূপ চক্রবর্তী,সারলেন ভক্তদের সাথে জনসংযোগ।
ভোটের রঙ : গৈরা গ্রামে লোকনাথ মন্দিরে হরিনামে মাতোয়ারা অরূপ চক্রবর্তী,সারলেন ভক্তদের সাথে জনসংযোগ।
অরূপ বাবু সাংবাদিকদের বলেন,লোকনাথ বাবার আশীর্বাদ নিলাম,আর জয়ের কামনায় প্রার্থনাও সারলাম।দোল উপলক্ষ্যে এই মন্দিরে প্রভুর ভক্তের সমাগম।তাদের সাথে শুভেচ্ছা বিনিময়ও হল।
BY Manasi Das25 March 2024 4:21 PM IST

X
Manasi Das25 March 2024 4:21 PM IST
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : গৈরা গ্রামে ঢোকার মুখেই পলাশের সমারোহ জানান দিচ্ছে বসন্ত এসে গেছে।আর এবার বসন্ত উৎসবের আবহকে ভোট প্রচারে কাজে লাগাতে ব্যস্ততা তুঙ্গে রাজনৈতিক দল গুলিও।যে যার প্রার্থীদের এই উৎসবের আবহে জন সংযোগ গড়ে তুলতে ময়দানে নামিয়ে দিয়েছে।বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী এদিন গৈরা গ্রামের লোকনাথ মন্দিরে ভক্তদের মধ্যে জন সংযোগ গড়তে হাজির হন।আবির খেলা,লোকনাথ মন্দিরে প্রার্থণা এবং নিজে হাতে করতাল বাজিয়ে হরিনাম সংকীর্তনে অংশ নেন।যোগ দেন মন্দিরের বিশেষ আরতিতেও। পাশাপাশি,জনসংযোগের মধ্য দিয়ে চলে ভোট প্রচার।
অরূপ বাবু সাংবাদিকদের বলেন,লোকনাথ বাবার আশীর্বাদ নিলাম,আর জয়ের কামনায় প্রার্থনাও সারলাম।দোল উপলক্ষ্যে এই মন্দিরে প্রভুর ভক্তের সমাগম।তাদের সাথে শুভেচ্ছা বিনিময়ও হল।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇
Next Story