Home > নজরে ভোট > বোর্ড গঠনের সময় পুরন্দরপুরে বিজেপির ওপর হামলা,প্রতিবাদে আজ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির।
বোর্ড গঠনের সময় পুরন্দরপুরে বিজেপির ওপর হামলা,প্রতিবাদে আজ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির।
BY Manasi Das11 Aug 2023 3:42 PM IST

X
Manasi Das11 Aug 2023 3:42 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বৃহস্পতিবার পুরন্দরপুর পঞ্চায়েতে বোর্ড গঠনের সময় বিজেপির ওপর তৃণমূল কংগ্রেসের হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের প্রতিবাদে আজ বাঁকুড়া - রানীগঞ্জ ৬০ নাম্বার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল বিজেপি। এদিন সকালে এই অবরোধের জেরে যান চলাচল ব্যহত হয়। অবরোধকারীদের দাবি,পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার না করলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন। প্রসঙ্গত,বৃহস্পতিবার পুরন্দরপুরের হামলার ঘটনায় বিজেপির ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস এই হামলার অভিযোগ অস্বীকার করেছে।
👁️🗨️দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story