নজরে ভোট

বাংলার বাড়ি গ্রমীণ - দ্বিতীয় ফেজের ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর বাঁকুড়ায় উপকৃত হবেন প্রায় লক্ষাধিক উপভোক্তা,ঘোষণা জেলাশাসকের।

জেলাশাসক সিয়াদ এন বলেন,এই দ্বিতীয় ফেজে বাঁকুড়া জেলায় লক্ষাধিক উপভোক্তা উপকৃত হবেন। বাঁকুড়া জিলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায় বলেন, গ্রীভেন্স সেল থেকেও বেশ কিছু নাম আসবে।

বাংলার বাড়ি গ্রমীণ - দ্বিতীয় ফেজের ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর  বাঁকুড়ায় উপকৃত হবেন প্রায় লক্ষাধিক উপভোক্তা,ঘোষণা  জেলাশাসকের।
X

বাঁকুড়া২৪ X৭ প্রতিবেদন :হুগলীর সিঙ্গুর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি(গ্রামীণ) এর দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিক সুচনা করলেন৷ রাজ্য সরকারের সম্পূর্ণ নিজস্ব তহবিলের অর্থানুকূল্যে রূপায়িত এই প্রকল্পে রাজ্যে প্রায়ভ২০ লাখ উপভোক্তা নিজের বাড়ি পাবেন। এই প্রকল্পে দুটি কিস্তিতে মোট ১ লাখ ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা মিলবে। প্রতি কিস্তিতে ৬০ হাজার টাকা করে পাবেন উপভোক্তারা। এদিন মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন উপলক্ষ্যে বাঁকুড়া শহরের কলেজ রোডে জিলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। এই অনুষ্ঠানে উপভোক্তাদের হাতে প্রথম কিস্তির টাকা তুলে দেওয়া হয়। জেলাশাসক সিয়াদ এন বলেন,এই দ্বিতীয় ফেজে বাঁকুড়া জেলায় লক্ষাধিক উপভোক্তা উপকৃত হবেন।

বাঁকুড়া জিলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায় বলেন, গ্রীভেন্স সেল থেকেও বেশ কিছু নাম আসবে।তাই সব মিলিয়ে উপভোক্তার সংখ্য এক লাখ ছাড়িয়ে যাবে।এদিন,উপভোক্তাদের সহায়তা প্রদানের পর বাংলার বাড়িরসুসজ্জিত ট্যাবলোর আনুষ্ঠানিক যাত্রার সুচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায়,জেলাশাসক সিয়াদ এন,পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, বিধায়ক অলোক মুখোপাধ্যায়,বাঁকুড়া পুরসভার পুরপ্রধান অলকা সেন মজুমদার প্রমুখ।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও



Next Story