নজরে ভোট

স্পট শুনানি ইস্যুতে বড়জোড়ায় বিএলওদের বিক্ষোভ,গণ ইস্তফার হুঁশিয়ারি!

জোর করে স্পট শুনানি করাতে চাপ দেওয়া হলে আইনি জটিলতা তৈরি হবে, পাশাপাশি মাঠে কর্মরত বিএলওদের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়বে। তাই অবিলম্বে কমিশনের এই নির্দেশ প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি গণ ইস্তফার পথেও হাঁটার হুঁশিয়ারি দেন বিএলওরা।

স্পট শুনানি ইস্যুতে বড়জোড়ায় বিএলওদের বিক্ষোভ,গণ ইস্তফার হুঁশিয়ারি!
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : নির্বাচন কমিশনের নির্দেশে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ থাকা ভোটারদের স্পট শুনানি করানোর চাপের বিরুদ্ধে এবার সরব হলেন বড়জোড়ার বিএলওরা। এমনকি তদের ওপর চাপ বাড়ালে তারা একযোগে গণ ইস্তফা দেওয়ার হুঁশিয়ারিও দেন। মঙ্গলবার বড়জোড়া বিডিও অফিস চত্বর এই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। বিএলওদের অভিযোগ, কমিশন তাঁদের দিয়ে জোর করে এমন কাজ করাতে চাইছে যা তাঁদের এক্তিয়ারের বাইরে। এদিন বড়জোড়া ব্লক অফিস সংলগ্ন এলাকা থেকে মিছিল শুরু করে বিডিও অফিসে ঢোকার চেষ্টা করেন বিএলওরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে, পুলিশ বাধা দেয়।আটকে দেওয় হয় মিছিল।বিক্ষোভকারীদের দাবি, কমিশনের নির্দেশ মেনে ভোটারদের মধ্যে শুনানির নোটিশ বিলি, এসআইআর সংক্রান্ত তথ্য সংগ্রহ ও আপডেটের-


তাঁরা নিয়মিতই করছেন এবং আগামীতেও করবেন। কিন্তু শুনানি গ্রহণ করার প্রশাসনিক ক্ষমতা বিএলওদের নেই। সেই কাজ আধিকারিকদের করার কথা।তাঁদের বক্তব্য, জোর করে স্পট শুনানি করাতে চাপ দেওয়া হলে আইনি জটিলতা তৈরি হবে, পাশাপাশি মাঠে কর্মরত বিএলওদের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়বে। তাই অবিলম্বে কমিশনের এই নির্দেশ প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি গণ ইস্তফার পথেও হাঁটার হুঁশিয়ারি দেন তাঁরা ।স্পট শুনানি ইস্যুতে বিএলওদের এই বিক্ষোভে বড়জোড়ায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇



Next Story