Home > নজরে ভোট > বিষ্ণুপুরে ভোট গণনা কেন্দ্রের সামনে বিজেপি- তৃণমূল সংঘর্ষ,ইট বৃষ্টি,গাড়ী ভাঙ্গচুর,বিজেপি ক্যাম্পে তান্ডবের অভিযোগ।
বিষ্ণুপুরে ভোট গণনা কেন্দ্রের সামনে বিজেপি- তৃণমূল সংঘর্ষ,ইট বৃষ্টি,গাড়ী ভাঙ্গচুর,বিজেপি ক্যাম্পে তান্ডবের অভিযোগ।
BY Manasi Das4 Jun 2024 2:08 PM IST

X
Manasi Das4 Jun 2024 2:08 PM IST
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : ভোট গণনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বিষ্ণুপুরে। এখানকার কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের গণনা কেন্দ্রের সামনে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ব্যপক ইট বৃষ্টি শুরু হয়। ভাঙ্গচুর করা হয় কয়েকটি গাড়ীও। বিজেপির অভিযোগ তাদের ক্যাম্পেও হামলা চালানো হয়।চেয়ার ভাঙ্গচুর করা হয়েছে। এদিকে,এই সংঘর্ষ কে কেন্দ্র করে রাজনৈতিক চাপান উতোর চলছে পুরোদমে। বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি অমরনাথ শাখা ও তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায় একে অপরকে দোষারোপ করেছেন।এই ঘটনার জেরে মল্লভূম জুড়ে রাজনৈতিক পারদ চড়ছে।
এদিকে,এই সংঘর্ষ ঠেকাতে সাথে,সাথে ময়দানে নামে র্যফ সহ বিশাল পুলিশ বাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇
Next Story