শীতলা মন্দিরে পূজো দিয়ে, টোটো চালিয়ে জঙ্গলমহলে ভোট প্রচার সুভাষের।
BY Manasi Das16 March 2024 7:23 AM IST

X
Manasi Das16 March 2024 7:23 AM IST
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : গত লোকসভায় জেলার জঙ্গলমহল উজাড় করে ভোট দিয়েছিল সুভাষ সরকারকে। তাই এবার জঙ্গলমহলে জনসংযোগে জোর দিয়েছেন সুভাষ বাবু৷ শুক্রবার তিনি সারেঙ্গা ব্লকের বিক্রমপুরে শীতলা মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন পুজো শেষে নিজে হাতে প্রসাদও বিলি করেন তিনি। এরপর গ্রাম ঘুরে ঘুরে জনসংযোগের পাশাপাশি,বিকেলের দিকে সারেঙ্গার কুমোরপুরে কর্মী বৈঠক সারেন।তারপর নিজে টোটো চালিয়ে গ্রামবাসীদের নজর কাড়েন তিনি।কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর এই টোটো চালানো দেখতে ভীড় জমে যায় এদিন।
শনিবারই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করবে কমিশন। সুভাষ বাবু বলেন,বাংলায় শাসক দলের সন্ত্রাস ঠেকিয়ে অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য দফায়,দফায় ভোট করা উচিত৷
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇
Next Story