Home > নজরে ভোট > ইন্দাসে কাল আরও বেশী লোক নিয়ে মনোনয়ন দাখিল,পুলিশ কে ঠেকানোর খোলা চ্যালেঞ্জ বিধায়ক নির্মল ধাড়ার।
ইন্দাসে কাল আরও বেশী লোক নিয়ে মনোনয়ন দাখিল,পুলিশ কে ঠেকানোর খোলা চ্যালেঞ্জ বিধায়ক নির্মল ধাড়ার।
BY Manasi Das14 Jun 2023 7:21 PM IST

X
Manasi Das14 Jun 2023 7:21 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আজ ইন্দাসে মনোনয়নকে কেন্দ্র করে পুলিশ - বিজেপির খণ্ডযুদ্ধ এবং পুলিশের লাঠিচার্জ এর পর ইন্দাসে সাংবাদিক বৈঠক ডেকে পুলিশের বিরুদ্ধে তোপ দাগলেন বিধায়ক নির্মল ধাড়া।তিনি এদিন পুলিশের বিরুদ্ধে দলের মহিলা কর্মী ও নেত্রীদের ওপর নির্মম ভাবে লাঠিচার্জ করার অভিযোগ তুলেছেন। এবং মহিলা সহ আহত কয়েকজন বিজেপি কর্মীকে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।পাশাপাশি,আগামী কাল ইন্দাসে আরো বিপুল সংখ্যক বিজেপি কর্মী ও সমর্থক নিয়ে পঞ্চায়েতের মনোনয়ন দাখিল করা হবে। আর সেক্ষেত্রে ক্ষমতা থাকলে আটকে দেখাবে পুলিশ!
আর কাল তাদের বাধা দিলে যে চরম পরিস্থিতি তৈরি হবে তার আগাম ইঙ্গিতও দেন সাংবাদিক বৈঠকে। এমনকি পুলিশের উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ ও ছোঁড়েন এই বিজেপি বিধায়ক।
👁️🗨️দেখুন 🎦ভিডিও। 👇
Next Story