Home > নজরে ভোট > মন্দির স্বচ্ছতা অভিযান বিজেপির,নিজে হাতে সতীঘাট রাম মন্দির সাফাই করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী।
মন্দির স্বচ্ছতা অভিযান বিজেপির,নিজে হাতে সতীঘাট রাম মন্দির সাফাই করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী।
BY Manasi Das14 Jan 2024 7:12 PM IST

X
Manasi Das14 Jan 2024 7:12 PM IST
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে টানা সাতদিন সারা দেশ জুড়ে মন্দির সাফাই অভিযানের কর্মসূচি নিয়েছে বিজেপি। এই অভিযান শুরু হল আজ থেকে এবং তা চলবে আগামী ২২ জানুয়ারী পর্যন্ত। বাঁকুড়ায় সতীঘাটে রাম মন্দিরে সাফাই কর্মসুচিতে সামিল হন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। তিনি দলীয় কর্মী ও সমর্থক এবং জেলা বিজেপির কার্যকর্তাদের সাথে নিয়ে মন্দির সাফাই অভিযানে যোগ দেন।এদিন তিনি নিজে হাতে বাঁকুড়া শহরের সতীঘাটে রাম মন্দিরের মেঝে পরিস্কার করেন।
এবং তিনি বলেন সারা দেশের সাথে বাঁকুড়া জেলা জুড়েও সাতদিন ধরে এই মন্দির সাফাই অভিযান চলবে।
👁️🗨️দেখুন 🎦ভিডিও। 👇
Next Story