Home > নজরে ভোট > নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের কথায় উঠছে আর বসছে! বাঁকুড়ায় ভোট প্রচারে এসে বিস্ফোরক সুজন চক্রবর্তী।
নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের কথায় উঠছে আর বসছে! বাঁকুড়ায় ভোট প্রচারে এসে বিস্ফোরক সুজন চক্রবর্তী।
BY Manasi Das29 Jun 2023 7:20 PM IST

X
Manasi Das29 Jun 2023 7:22 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : নির্বাচন কমিশন তৃণমূলের কথায় উঠছে আর বসছে।বাঁকুড়ার ওন্দার জামজুড়িতে নির্বাচনী সভায় যোগ দিতে এসে বাঁকুড়া২৪X৭ কে এক সাক্ষাৎকারে এই অভিযোগ তুললেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, কোর্টের অর্ডার মেনেও নির্বাচন কমিশন চলতে পারছে না। স্বরাষ্ট্র মন্ত্রক ও নির্বাচন কমিশন কোন বন্দোবস্ত করতে পারছে না।ওদের কাছে মানুষের নিরাপত্তার কোন গুরুত্ব নেই,গুরুত্ব কেবল মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায়।তাই মানুষ নিজেরাই প্রতিরোধ গড়বে এবং ভোট দেবে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য ও কেন্দ্রের টালবাহানা প্রসঙ্গে সুজন বাবু বলেন :
"আমরা বলি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এগোতে হবে।এর আগে কেন্দ্রীয় বাহিনীও আমাদের বাঁচায় নি আর রাজ্য বাহিনীও বাঁচায়নি। তাই মানুষের নিরাপত্তা মানুষই গড়বেন।"
👁️🗨️দেখুন 🎦ভিডিও। 👇
Next Story