নজরে ভোট

বাঁকুড়ায় এসে বিস্ফোরক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়! অমিত শাহ কে তীব্র ভাষায় আক্রমণ।

আরতি করতে করতে আবেগে কেঁদে ভাসালেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়,পুজো শেষে অমিত শাহকে তীব্র আক্রমণ— “সংবিধান জানেন না,গুণ্ডা বিধানের জনক তিনি”।

বাঁকুড়ায় এসে বিস্ফোরক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়! অমিত শাহ কে তীব্র ভাষায় আক্রমণ।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : কালীপুজোয় বাঁকুড়ায় এসে অমিত শাহকে তীব্র আক্রমণ কল্যাণের। শ্রীরামপুরের এমপি কল্যান ব্যানার্জি তার পারিবারিক কালীপুজোয় নিজেই পুজো করেন। এবং আরতি করতে,করতে এদিন কার্যত কেঁদে ভাসালেন তিনি। বাঁকুড়া শহরের মোলডুবকায় তার পারিবারিক এই কালী পুজো এবার ১০০ বছরে পড়ল। পুজো শেষে তিনি অমিত শাহকে কড়া,ভাষায় আক্রমণ করেন। বলেন অমিত সাহ সংবিধান পড়েনই নি,সংবিধান নিয়ে কিছু জানেন না।তিনি গুন্ডা বিধানের জনক। পাশাপাশি,রাজ্যের অন্যন্য বিজেপি নেতাদের তিনি অসুর বলে কটাক্ষও করেন।তিনি বলেন, আসছে বছর শ্রীরামপুরে বিজেপির ওই নেতাদের মুখের আদলে আসুর গড়া হবে।

এদিন তৃণমূলের এই বিতর্কিত সাংসদ দাবী করেন,আগামী ২৬ এর বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভাবে জয়ী হবেন। এমনকি বাংলায় বিজেপি শূন্য করতে তিনি তার কুল দেবীর কাছে প্রার্থনাও করেন এদিন।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇


Next Story