ওন্দায় বিজেপি শক্তিপ্রমুখের বাড়িতে অগ্নিকাণ্ড, তদন্তে গ্রামে ফরেনসিক টিম,কটাক্ষ শুভেন্দু অধিকারীর।
রাজ্যের বিরোধী জননেতা শুভেন্দু অধিকারী এদিন দুপুরে আক্রান্ত তাপস বারিকের বাড়িতে যান এবং পরিবারের সাথে কথা বলেন। এরপর বিকেলে ওন্দা বাজারে বিক্ষোভ মিছিলে হাঁটেন এবং প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন।

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : ওন্দা,বাঁকুড়া : বিজেপি শক্তিপ্রমুখের বাড়িতে অগ্নিকান্ডের তদন্তে আজ ফরেসসিক টিম গ্রামে পৌঁছায়। এবং তদন্ত শুরু করে। আর এদিন তারপরেই দুপুরে আক্রান্ত বিজেপি শক্তি প্রমুখের বাড়িতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনার দুই দিন পর গ্রামে ফরেনসিক তদন্তের ঘটনাকে তীব্র কটাক্ষও করেন তিনি। তাঁর দাবি,যেহেতু তিনি আক্রন্তের বাড়িতে এসেছেন তাই এদিন ফরেনসিক দলের এত তৎপরতা!এরা তদন্ত করতে নয়,মিডিয়াকে দেখাতেই আজ গ্রামে এসেছেন।প্রসঙ্গত,ওন্দার নাকাইজুড়ি এলাকার নন্দনপুর গ্রামে বিজেপি কর্মী তাপস বারিক ও তার পরিবারকে বাড়িতে আগুন লাগিয়ে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।এবং এই ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে ওন্দা থানায় অভিযোগও দায়ের করে তাপস বারিক।
আজ পুরো ঘটনার তদন্তে গ্রামে পৌঁছায় ফরেনসিক টিম। রাজ্যের বিরোধী জননেতা শুভেন্দু অধিকারি আজ দুপুরে আক্রান্ত তাপস বারিকের বাড়িতে যান এবং পরিবারের সাথে কথা বলেন। এরপর বিকেলে ওন্দা বাজারে বিক্ষোভ মিছিলে হাঁটেন এবং প্রতিবাদ সভায় বক্তব্যও রাখেন তিনি।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇




