শনি, রবি বন্ধ ফর্ম জমা, সোমবার একদিনেই জেলায় ফর্ম–৭ গ্রহণ—অশান্তির আশঙ্কা বিজেপির।
এভাবে একদিনে ফর্ম জমা নেওয়া হলে জেলা জুড়ে আশান্তি হবে৷ তাদের ওপর পরিকল্পিত হামলার আশঙ্কাও করছে বিজেপি।

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : নির্বাচন কমিশন সাত নাম্বার ফর্ম জমা নেওয়ার সময়সীমা ১৯ শে জানুয়ারী পর্যন্ত বাড়ানোর কথা ঘোষনা করলেও বাঁকুড়া জেলায় শনিবার কোথাও তা জমা নেওয়া হয়নি। তাই বিজেপির তিন বিধায়ক বাঁকুড়ার নিলাদ্রী শেখর দানা, শালতোড়ার চন্দনা বাউরী এবং ছাতনার সত্যনারায়ণ মুখোপাধ্যায় দলের অন্যন্য কার্যকর্তাদের সাথে নিয়ে জেলাশাসকের অফিসে দরবার করেন। সেখানে অতিরিক্ত জেলাশাসক ( সাধারণ) এর সাথে তারা তাদের অভিযোগ জানান।কিন্তু বিজেপির দাবি তাতে কাজের কাজ হয়নি। তাদের অভিযোগ, ছুটির দিনের অযুহাতে জেলা প্রশাসন শনি ও রবি পরপর দুই দিন জেলার কোথাও সাত নাম্বার ফর্ম জমা নেবে না বলে জানিয়ে দিয়েছে। একমাত্র সোমবার সারা জেলায় সাত নম্বার ফর্ম জমা নেওয়া হবে৷
আর, এতেই ক্ষোভ উগরে দেন বিজেপির তিন বিধায়ক। তাদের আশঙ্কা এভাবে একদিনে ফর্ম জমা নেওয়া হলে জেলা জুড়ে আশান্তি হবে৷ বিজেপির ওপর পরিকল্পিত হামলার আশঙ্কাও করছেন তারা।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇




