Home > নজরে ভোট > বাঁকুড়ায় তৃণমূলের দুই সাংগঠনিক জেলায় সভাপতি বদল,বাঁকুড়ায় অরুপ চক্রবর্তী এবং বিষ্ণুপুরে বিক্রমজিৎ চট্টোপাধ্যায়কে দায়িত্ব দিল দল।
বাঁকুড়ায় তৃণমূলের দুই সাংগঠনিক জেলায় সভাপতি বদল,বাঁকুড়ায় অরুপ চক্রবর্তী এবং বিষ্ণুপুরে বিক্রমজিৎ চট্টোপাধ্যায়কে দায়িত্ব দিল দল।
BY Manasi Das13 Nov 2023 2:45 PM IST

X
Manasi Das13 Nov 2023 3:00 PM IST
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বাঁকুড়ায় তৃণমূলের দুই সাংগঠনিক জেলায় সভাপতি বদল হল আজ।বাঁকুড়ায় অরুপ চক্রবর্তী এবং বিষ্ণুপুরে বিক্রমজিৎ চট্টোপাধ্যায়কে দায়িত্ব দিল দল। এছাড়া দুই সাংগঠনিক জেলায় চেয়ারপার্সনও বদল করা হয়েছে।বাঁকুড়া পুরসভার পুর প্রধান অলকা সেন মজুমদার দায়িত্ব পেয়েছেন বাঁকুড়া সাংগঠনিক জেলার চেয়ারপার্সন পদের এবং বিষ্ণুপুরের দায়িত্ব পেলেন বিদায়ী জেলা সভাপতি এবং বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়।

Next Story