নজরে ভোট

এক্তেশ্বর শিব মন্দিরে প্রার্থনা,গ্রামের মাঠে ক্রিকেট খেলে ভোট প্রচারে ঝড় তুললেন মনোজ তিওয়ারি।

এক্তেশ্বর শিব মন্দিরে প্রার্থনা,গ্রামের মাঠে ক্রিকেট খেলে ভোট প্রচারে ঝড় তুললেন মনোজ তিওয়ারি।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :পঞ্চায়েত ভোটের প্রচারে বাঁকুড়া চষে বেড়াচ্ছেন ক্রিকেটার তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি।গতকাল শুক্রবার বিকেলে জেলার গঙ্গাজলঘাটির লছমনপুর গ্রামে মনোজ তিওয়ারির সভায় আশানুরূপ লোকের জমায়েত না হওয়ায় বিরোধী শিবির থেকে তৃণমূল সব মহলেই জোর চর্চা চলে। তৃনমূলের স্থানীয় নেতারা অবশ্য অজুহাত হিসেবে অম্বুবাচীকেই হাতিয়ার করেন। তাদের দাবী অম্বুবাচীর জন্য মিটিংয়ে লোক কম হয়েছে। এদিকে সেই রেশ কাটতে না কাটতেই শনিবার বাঁকুড়া শহর লাগোয়া সানবাঁধা গ্রামে প্রচার শুরু করেন৷ ভুতশহর থেকে তার রোড শো শুরু হয়।

তারপর,তা সানবাঁধা,ভাদুল হয়ে পৌঁছে যায় এক্তেশ্বর গ্রামে।এক্তেশ্বর শিব মন্দিরে তিনি দলের প্রার্থীদের বিজয় কামনায় প্রার্থনাও সারেন।মন্দির চত্ত্বরে তাকে দেখতে ভীড় জমে যায়। পাশাপাশি,গ্রামের ইয়ং বিগ্রেডের সাথে জন সংযোগ গড়তে ব্যট, বল হাতে গ্রামের মাঠেও নেমে পড়েন এই ক্রিকেটার।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇



Next Story