নজরে ভোট

এসআইআরে হয়রানির প্রতিবাদে ডিএম অফিসে জমিয়তে উলামা-ই-হিন্দের বিক্ষোভ।

বিক্ষোভ কর্মসুচির পরে সংগঠনের একটি প্রতিনিধি দল জেলাশাসকের অফিসে ডেপুটেশনও জমা দেন বলে সুত্রের খবর। প্রসঙ্গত,জমিয়তে হুঁশিয়ারি দিয়েছে,সমস্যা না মিটলে আরো বড়ো আন্দোলনে সামিল হবেন তাঁরা।

এসআইআরে হয়রানির প্রতিবাদে  ডিএম অফিসে জমিয়তে উলামা-ই-হিন্দের বিক্ষোভ।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : এসআইআর এর শুনানিতে অযথা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন হয়রানির শিকার হচ্ছেন?এই অভিযোগ তুলে, আজ বাঁকুড়া জেলাশাসকের অফিসে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন কর্মসুচির ডাক দেয় জমিয়তে উলামা-ই-হিন্দ এর বাঁকুড়া জেলা শাখা। প্রচুর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এদিন প্রতিবাদ মিছিলে হাঁটেন। তামলীবাঁধ থেকে মিছিল করে তারা জেলাশাসকের অফিসে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এই বিক্ষোভ কর্মসুচির জেরে উত্তাল হয়ে ওঠে পুরো কালেক্টরেট চত্ত্বর।মোতায়েন করা হয় প্রচুর পুলিশ৷ জমিয়তে উলামা-ই-হিন্দ-এর পক্ষ থেকে অভিযোগ তোলা হয়,নির্বাচন কমিশন তাদের এসআইআরে শুনানির নামে অযথা হয়রান করছেন! যাবতীয় নথি দাখিল করা স্বত্বেও, নাম তালিকা থেকে বাদ যাচ্ছে। ফলে বাধ্য হয়ে আন্দোলনে নামলেন অনেকেই।


তাদের, পুর্বপুরুষেরা এই দেশের স্বাধীনতা সংগ্রামে সামিল হয়েছেন। স্বাধীনতার যুদ্ধে রক্ত দিয়েছেন। অথচ, নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার খেলায় মেতেছেন! এই অবস্থার সুরাহা না হলে, তারা আরো বড়ো আন্দোলনে সামিল হবেন বলে হুমকিও দেন এদিন।বিক্ষোভ কর্মসুচির পরে সংগঠনের প্রতিনিধি দল জেলাশাসকের অফিসে ডেপুটেশনও জমা দেন বলে সুত্রের খবর। প্রসঙ্গত,জমিয়তে উলামা-ই-হিন্দ হল দেশের একটি অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক সংগঠন, যা ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়। জমিয়তে উলামা-ই-হিন্দ-এর পশ্চিমবঙ্গ রাজ্য শাখার অধীনে আছে বাঁকুড়া জেলা শাখাও। পশ্চিমবঙ্গের রাজ্য শাখার বর্তমান সভাপতি হলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং সাধারণ সম্পাদক মুফতি আব্দুল সালাম।

তারা, যেভাবে পরবর্তী নির্দেশ দেবেন,সেই মতো জেলাতেও আন্দোলনে সামিল হবেন স্থানীয় সংখ্যালঘুরা।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇



Next Story