নজরে ভোট

SIR ইস্যু: দেখা করলেন না জেলাশাসক,অফিসেই ধর্ণায় বসে পড়লেন বিজেপি বিধায়ক ও নেতারা।

গত কালই বাঁকুড়া শহরের মাচানতলায় বিবেক যাত্রার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণুপুরের সাংসদ তথা রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সৌমিত্র খাঁ জেলাশাসকের অফিসে ধর্ণায় বসার হুমকি দিয়ে ছিলেন। তার পরিপ্রেক্ষিতেই আজকের এই ধর্ণা কর্মসুচি বলে মনে করছে জেলার রাজনৈতিক বোদ্ধারা।

SIR ইস্যু: দেখা করলেন না জেলাশাসক,অফিসেই ধর্ণায় বসে পড়লেন বিজেপি বিধায়ক ও নেতারা।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : SIR ইস্যুতে বাঁকুড়ায় রাজনীতির আঙ্গিনা কার্যত উত্তল হয়ে উঠল। SIR সংক্রান্ত নানান অভিযোগ জানাতে বাঁকুড়ার জেলাশাসকের সঙ্গে দেখা করতে না পেরে ধর্ণায় বসে পড়লেন বিজেপি বিধায়করা। অভিযোগ, প্রায় ২ ঘণ্টা ধরে অপেক্ষার পরও জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক সিয়াদ এন. বিজেপি বিধায়ক ও প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার সহ প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেননি। এর প্রতিবাদে জেলাশাসকের অফিসের ভিতরেই ধর্ণায় বসে পড়েন বিজেপি বিধায়ক,নেতা ও কর্মীরা। পরে অফিসের মূল গেটে জেলাশাসকের বিরুদ্ধে তীব্র স্লোগান ওঠে।প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, “জেলাশাসকের এই আচরণ গণতন্ত্রের পরিপন্থী।

বিষয়টি নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হবে।”- বলেও জানান তিনি।অন্যদিকে, ওন্দার বিধায়ক অমরনাথ শাখার অভিযোগ, “বিজেপি বিধায়ক বলেই সৌজন্যটুকুও দেখানো হয়নি। ওপর মহলের নির্দেশেই বিজেপি বিধায়কদের সঙ্গে দেখা করা এড়িয়ে যাচ্ছেন জেলাশাসক।” এই ঘটনাকে ঘিরে প্রশাসন বনাম বিজেপির সংঘাত চরমে ওঠে।প্রসঙ্গত গত কালই বাঁকুড়া শহরের মাচানতলায় বিবেক যাত্রার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণুপুরের সাংসদ তথা রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক,জেলাশাসকের অফিসে ধর্ণায় বসার হুমকি দিয়ে ছিলেন। তার পরিপ্রেক্ষিতেই আজকের এই ধর্ণা কর্মসুচি বলে মনে করছে জেলার রাজনৈতিক বোদ্ধারা।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇



Next Story