ঢাকের বোলে জমিয়ে ভোট প্রচার সৌমিত্রের।
সৌমিত্র বাবু বলেন ঢাকের বাদ্যিকে শুভ হিসেবে মানা হয়। আমাদের রাজ্যে যে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে,সন্দেশখালির মতো অশুভ ঘটনা ঘটছে। এই সব যা কিছু অশুভ তা ঢাক বাজিয়ে বিসর্জন দেওয়ার আহবান জানালাম সকলের কাছে।
BY Manasi Das18 March 2024 8:04 AM IST

X
Manasi Das18 March 2024 8:04 AM IST
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : ঢাকের বাদ্যিতে আগাম বিজয়ের বোল।অভিনব রবিবাসরীয় এই ভোট প্রচারের আয়োজন ছিল ওন্দা বাজার এলাকায়।বিজেপির বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ মহিলা ঢাকীদের নিয়ে পথ প্রচার সারেন এদিন।পথ চলতি মানুষজনের পাশাপাশি, এলাকার বাসিন্দাদের নজর কাড়ে এই অভিনব ভোট প্রচার। সৌমিত্র বাবু বলেন, ঢাকের বাদ্যিকে শুভ হিসেবে মানা হয়। আমাদের রাজ্যে যে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে,সন্দেশখালির মতো অশুভ ঘটনা ঘটছে। এই সব যা কিছু অশুভ,তা ঢাক বাজিয়ে বিসর্জন দেওয়ার আহ্বান জানালাম সকলের কাছে।ঢাকের শুভ বাদ্যিতে সব অশুভ শক্তির বিনাশ হবে।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇
Next Story