Home > নজরে ভোট > তৃণমূলের দুর্নীতিকে হাতিয়ার করেই ভোটে লড়াই,প্রার্থী ঘোষণা হওয়ার পর প্রতিক্রিয়া সৌমিত্রের।
তৃণমূলের দুর্নীতিকে হাতিয়ার করেই ভোটে লড়াই,প্রার্থী ঘোষণা হওয়ার পর প্রতিক্রিয়া সৌমিত্রের।
BY Manasi Das3 March 2024 9:31 AM IST

X
Manasi Das3 March 2024 9:31 AM IST
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বিষ্ণুপুরে বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণার সাথে,সাথে লড়াইয়ের ময়দানে নেমে পড়লেন সৌমিত্র খাঁ। তিনি এদিন বাঁকুড়া শহরের রামপুরে পাঞ্চজন্য ভবনে কর্মসুচিতে যোগ দিতে আসেন।সেখানেই সাংবাদিকদের জানান,এবারও তার হাতিয়ার তৃণমূল কংগ্রেসের দুর্নীতি।এই পাহাড় প্রমাণ দুর্নীতিকে ইস্যু করে তিনি ভোটের ময়দানে লড়াই চালাবেন।তিনি আশাবাদী গতবারের চেয়ে আরও বেশী মানুষের আশীর্বাদ নিয়ে তিনি জয়ী হবেন।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇
Next Story