ভোট বৈতরণি পার হতে এবার পুকুরে সাঁতার কাটলেন সুভাষ সরকার।
BY Manasi Das5 May 2024 10:46 PM IST

X
Manasi Das5 May 2024 10:46 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ভোট বৈতরণি পার হতে এবার বাঁকুড়া শহরের লোকপুরে নিজের বাস ভবন সংলগ্ন একটি পুকুরে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে সাঁতার কাটলেন।সাথে সুভাষ বাবুর বার্তা আকাশ পথের যাত্রীরও সাঁতার জানা উচিত নিজেকে সুরক্ষিত রাখার জন্য। পাশাপাশি, সুভাষ বাবুর অভিমত, ভোট হল গণতন্ত্রের উৎসব।এই উৎসবে প্রতিটি দলের রাজনৈতিক কথা তুলে ধরবে এটাই স্বাভাবিক।তবে তার পাশাপাশি,সমাজের জন্যও কিছু সদর্থক বার্তা দেওয়া উচিত রাজনৈতিক ব্যাক্তিদের।সুভাষ বাবুর দাবি,তাই তিনি এদিন রবিবারের সকালে নিজে সাঁতার কেটে প্রতিটি অভিভাবকের উদ্দেশ্যে সন্তান,সন্ততিদের সাঁতার শেখানোর বার্তা দেন।
যদিও,বিরোধী শিবিরের কটাক্ষ,ভোটে মিডিয়াতে সস্তার প্রচার পেতেই এই নাটক বিজেপি প্রার্থীর। গত পাঁচ বছরে একবারও তাহলে কেন জলে নামেন নি তিনি?
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇
Next Story