সস্ত্রীক সাইকেলে চড়ে ভোট দিলেন জঙ্গলমহলের বিধায়ক।
BY Manasi Das8 July 2023 11:28 AM IST

X
Manasi Das8 July 2023 11:28 AM IST
বাঁকুড়া২৪X৭ প্রতিবেদন (অভিজিৎ ঘটক,রাইপুর) : এখন আমুল বদলে গেছে জেলার জঙ্গলমহলের ভোট চিত্র।সেই মাও আতঙ্ক অতীত। শান্তির বাতাবরনে ভোট হচ্ছে উৎসবের মেজাজে। বাঁকুড়া জিলা পরিষদের বিদায়ী সভাধিপতি তথা রাইপুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু সস্ত্রীক সাইকেলে চড়ে এদিন পঞ্চায়েত ভোট দিলেন। গ্রামের ইন্দ্রঝোর প্রাথমিক বিদ্যালয়ের বুথে ভোট দেন তারা। জেলার জঙ্গলমহলের রাইপুর বিধানসভা থেকে বিধায়ক নির্বচিত হয়েছেন মৃত্যুঞ্জয় মুর্মু। স্বাভাবিক ভাবেই জঙ্গলমহলের সাধমাটা জীবনযাত্রায় চিরাচরিত গতির প্রতীক এই সাইকেল। সাইকেলে চড়ে ভোট দিতে এসে অনেক প্রৌঢ় ভোটারের ছাত্র ও যুব বয়সের স্মৃতি উসকে দিলেন এই মুর্মু দম্পতি তা বলাই বাহুল্য।
👁️🗨️দেখুন 🎦ভিডিও। 👇
Next Story