বাঁকুড়ার দুই সাংগঠনিক জেলার সভাপতি বদল তৃণমূলের,বাঁকুড়ায় তারাশঙ্কর রায় এবং বিষ্ণুপুরে সুব্রত দত্ত দায়িত্ব পেলেন।
এই দুইজনকে দলের দুই সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্ব দেওয়ায়,জেলার রাজনৈতিক মহল মনে করছেন ২৬ এর বিধানসভা ভোটের ব্যাটন উঠতি নেতাদের হাতে তুলে দিয়ে জেলায় ঘাস ফুল ফোটানোর অনুকূল আবহাওয়া তৈরি করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার নুতন জেলা সভাপতি নির্বাচিত হলেন তারাশঙ্কর রায়,দল দায়িত্ব দিয়েছে,তা পালন করব,আমরা তো দলের সৈনিক সাংবাদিক বৈঠকে জানালেন তিনি।প্রসঙ্গত,বাঁকুড়ার দুই সাংগঠনিক জেলারই সভাপতি বদল হল।বাঁকুড়ায় অরূপ চক্রবর্তীকে সরিয়ে তারাশঙ্কর রায় ওরফে শঙ্কু কে দায়িত্ব দিয়েছে দল। পাশাপাশি,বাঁকুড়া পুরসভার চেয়ারপার্সন এবং জেলার দীর্ঘদিনের লড়াকু মহিলা নেত্রী অলোকা সেন মজুমদারকে বাঁকুড়া সাংগঠনিক জেলার চেয়ারপার্সনের দায়িত্ব দেওয়া হয়েছে।অন্যদিকে,বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় নুতন সভাপতি নির্বাচিত হয়েছেন সুব্রত দত্ত ওরফে গোপে। বিক্রমজিৎ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে জেলা সভাপতির পদ থেকে।
তবে,আবার বিক্রমজিৎ বাবুকে এবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার চেয়ারপার্সনের পদ দিয়েছে দল। এই দুইজনকে দলের জেলা সভাপতি নির্বাচণ করায়, জেলার রাজনৈতিক মহল মনে করছেন ২৬ এর বিধানসভা ভোটের ব্যাটন উঠতি নেতাদের হাতে তুলে দিয়ে জেলায় ঘাস ফুল ফোটানোর অনুকূল আবহাওয়া তৈরি করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন, বাঁকুড়া তৃণমূল ভবনে বাঁকুড়া সাংগঠনিক জেলার নব নির্বাচিত জেলা সভাপতি তারাশঙ্কর রায়কে শুভেচ্ছা বিনিময় করেন অনুগামীরা। তিনি বলেন,দল বড়ো দায়িত্ব দিয়েছে,তা পালন করব,আমরা দলের সৈনিক। প্রসঙ্গত,বাঁকুড়া লোকসভার সাংসদ তথা বাঁকুড়া সাংগঠনিক জেলার বিদায়ী সভাপতি অরূপ চক্রবর্তীর সাথে তারাশঙ্কর রায়ের ঠান্ডা লড়াই চলছিল অনেকদিন ধরেই। সম্প্রতি তা চরমে ওঠে।
সেই আবহে অরূপ চক্রবর্তীর স্থলাভিষিক্ত হওয়াকে তারাশঙ্কর বাবুর অনুগামীরা বড়ো জয় বলে মনে করছেন। প্রসঙ্গত,জেলা সভাপতি তারাশঙ্কর বাবুর স্ত্রী অনুসূয়া রায় আবার বাঁকুড়া জিলা পরিষদের সভাধিপতি। তাই,এবার তারাশঙ্কর বাবু গ্রামীণ এলাকাতে দলের সাংগঠনিক ক্ষমতা বাড়ানো খানিক সুবিধা হবে। এছাড়া বাঁকুড়া শহরেও তার ভালো পরিচিতি রয়েছে। তিনি শহর ও গ্রামকে মিলিয়ে ২৬ এর লড়াইয়ে নেমে পড়ার জন্য কোমর বেঁধে নামবেন তা বলাই বাহুল্য। অন্যদিকে বিষ্ণুপুরের ডাকাবুকো যুব নেতা হিসেবে ইউএসপি তুঙ্গে নব নির্বাচিত বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্তের। যদিও গোপে নামেই তাকে সকলে এক ডাকে চেনে। এবার তার ওপরই দল দায়িত্ব সঁপেছে। রাফ এন্ড টাফ ইমেজের সুব্রত বাবু এবার সৌমিত্র খাঁয়ের সাথে কতখানি টক্কর দেন তা দেখার জন্য মুখিয়ে আছেন বিষ্ণুপুরের রাজনৈতিক বোদ্ধারা।
এখন দেখার তৃণমূলের এই দুই নব কান্ডারী বিজয়তরীতে পাল তুলতে পারেন কিনা?তা ২০২৬ এর নির্বাচনের ফলেই প্রমাণিত হবে।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇