সোনামুখীর ধুলাইয়ে তৃণমূল - সিপিএম সংঘর্ষ, আহত ১৬,গ্রাম জুড়ে উত্তেজনা।
BY Manasi Das8 July 2023 9:27 AM IST

X
Manasi Das8 July 2023 9:27 AM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়ার সোনামুখী ব্লকের ধুলাই গ্রাম পঞ্চায়েতের আমশোল বুথে ভোটের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে বিবাদের জেরে তৃণমূল ও সিপিএমের মধ্যে তুমুল সংঘর্ষে গ্রাম জুড়ে উত্তেজনা ছড়াল এদিন। এই সংঘর্ষের ফলে অন্তত পক্ষে ১৬ জন আহত হয়েছেন। আহতদের সোনামুখী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপক্ষের দাবি ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে গেলে একে অপর পক্ষকে বের করে দেওয়ার চেষ্টা করে। তার জেরেই ঝামেলার সুত্রপাত। এবং প্রথমে দুপক্ষের মধ্যে বচসা শেষে সংঘর্ষের আকার নেয়। এর ফলে বুথ চত্ত্বরে ব্যপক উত্তেজনা ছড়ায়।
এদিকে,পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ায় এখন শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে বলে সেক্টর অফিস সুত্রে জানা গেছে।
👁️🗨️দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story