এসআইআর ইস্যুতে বিষ্ণুপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে তৃণমূলের তীব্র বিক্ষোভ।
বিধায়ক তথা তৃণমূল নেতা তন্ময় ঘোষ বলেন,যেভাবে শুনানীর নামে বাংলার বৈধ বয়স্ক নাগরিকদের হয়রানি ও হেনস্থার শিকার হতে হচ্ছে তার প্রতিবাদেই এদিনের এই বিক্ষোভ। এবং এই হয়রানি বন্ধ না হলে তৃণমূল তাদের প্রতিবাদ আন্দোলন আরো তীব্রতর করবে।

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : এসআইআর ইস্যুতে সারা রাজ্যের পাশাপাশি,বাঁকুড়া জেলাতেও রাজনৈতিক ক্ষোভ-বিক্ষোভের আঁচ একটুকুও কমেনি। বরং তা বাড়ছে!আজ মল্লভূম বিষ্ণুপুর এসআইআর প্রক্রিয়ায় আমজনতার হয়রানির প্রতিবাদে বিক্ষোভের জেরে উত্তাল হয়ে ওঠা।রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে প্রতিবাদের আঁচ খানিল বাড়ানো হয়। বিষ্ণুপুরে এই বিক্ষোভ কর্মসুচির ডাক দেয় তৃণমূল কংগ্রেস। এসআইআর প্রক্রিয়ায় শুনানির নামে মানুষকে অযথা হয়রান করা হচ্ছে। বাংলার বৈধ নাগরিকদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে নির্বাচন কমিশন তথা কেন্দ্রের বিজেপি সরকার - এমনই অভিযোগ তুলে,শনিবার বিষ্ণুপুর বিডিও অফিসের সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে ফেটে পড়ে তৃণমূল কংগ্রেস।
বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের নেতৃত্বে তৃণমূল কর্মী,সমর্থক এবং স্থানীয় নেতারা এদিন এই বিক্ষোভ কর্মসুচিতে সামিল হন। বিধায়ক তথা তৃণমূল নেতা তন্ময় ঘোষ বলেন,যেভাবে শুনানীর নামে বাংলার বৈধ বয়স্ক নাগরিকদের হয়রানি ও হেনস্থার শিকার হতে হচ্ছে তার প্রতিবাদেই এদিনের এই বিক্ষোভ। এবং এই হয়রানি বন্ধ না হলে তৃণমূল তাদের প্রতিবাদ আন্দোলন যে আরো তীব্র করবে সেই হুঁশিয়ারিও দেন তন্ময় বাবু।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇




