নজরে ভোট

বিধানসভা ভোটের আগে ঘর গোছানো শুরু তৃণমূলের, অভিষেকের সভায় ঘরে ফিরলেন দিলীপ আগরওয়াল ও কালিদাস রায়।

দুই নেতাই তৃণমূলে যোগ দিয়েই জানান বিধানসভা ভোটে তারা কোমর বেঁধে নেমে পড়বেন। লক্ষ্য বাঁকুড়ার সব কটি আসনে তৃণমূলের বিজয় কেতন ওড়ানো। সুত্রের খবর দিলীপ বাবু,কালি বাবুর মতো হাই প্রোফাইল জেলা নেতাদের পাশপাশি,ব্লক ও ওয়ার্ড স্তরের দলত্যাগীদের নিজেদের শিবিরে ফেরানোর এজেন্ডা নিয়েছে তৃণমূল কংগ্রেস।

বিধানসভা ভোটের আগে ঘর গোছানো শুরু তৃণমূলের, অভিষেকের সভায় ঘরে ফিরলেন দিলীপ আগরওয়াল ও কালিদাস রায়।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : পাখির চোখ আসন্ন বিধানসভা ভোট। তার আগেই ঘর গোছানো শুরু তৃণমূল কংগ্রেসের। বাঁকুড়ার শালতোড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রণ সংকল্প সভায় শনিবার ঘরে ফিরলেন তৃণমূলের দুই দাপুটে নেতা। গত পুরোভোটে তৃণমূল কংগ্রেসের টিকিট না মেলায় নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ে জয়ী হন বাঁকুড়া পুরসভার ৭ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর তথা বাঁকুড়া পুরসভার প্রাক্তন উপ পুর প্রধান দিলীপ আগরওয়াল। সেই সময় তৃণমূল কংগ্রেস দল বিরোধী কাজের অভিযোগ তুলে দল থেকে বহিষ্কার করে দিলীপ বাবুকে। তবে, নির্দল প্রার্থী হিসেবে তিনি তৃণমূলের অফিসিয়াল প্রার্থীকে পরাজিত করেন। একদা ছাত্র রাজনীতি থেকে উঠে আসা দিলীপ বাবুর শহর বাঁকুড়াতে যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে।পাশাপাশি, শহরের মাড়োয়াড়ি সমাজেও তার গ্রহনযোগ্যতা ব্যপক।

তাই, বিধানসভা ভোটের আগে শহরের তৃণমূল কংগ্রেসের মাড়োয়ারি ভোট ব্যাঙ্ক অটুট রাখতে ভোটের আগে দিলীপ বাবুকে ঘরে ফেরাল ঘাঁসফুল শিবির। পাশাপাশি,শালতোড়া ব্লকের তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি কালিদাস রায়ও এদিন ফিরে এলেন তার পুরানো শিবিরর। শালতোড়ার স্থানীয় নেতাদের সাথে বনিবনা না হওয়ায় কালি বাবু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন৷ এদিন তিনি বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরে এলেন। দুই নেতাই তৃণমূলে যোগ দিয়েই জানান বিধানসভা ভোটে তারা কোমর বেঁধে নেমে পড়বেন। লক্ষ্য বাঁকুড়ার সব কটি আসনে তৃণমূলের বিজয় কেতন ওড়ানো। সেই মতো এই দুই নেতা মুলস্রোতে ফিরেই অনুগামীদের নিয়ে নিজেদের পুরানো মেজাজে দলের কাজ শুরু করে দিলেন।

সুত্রের খবর, দিলীপ বাবু,কালি বাবুর মতো হাই প্রোফাইল জেলা নেতাদের পাশপাশি,ব্লক ও ওয়ার্ড স্তরের দলত্যাগীদের নিজেদের শিবিরে ফেরানোর এজেন্ডা নিয়েছে তৃণমূল কংগ্রেস।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও 👇



Next Story