নজরে ভোট

ভোট মুখী বাঁকুড়ায় চড়ছে রাজনীতির পারদ! আক্রান্ত দুই বিজেপি বিধায়ক,অভিযোগের তীর তৃণমূলের দিকে,অভিযোগ অস্বীকার তৃণমূলের।

একই দিনে জেলার দুই বিজেপি বিধায়কের ওপর হামলার ঘটনায় জেলার রাজনৈতিক মহলেও আলোড়ন পড়ে গিয়েছে। পাশাপাশি, জেলা জুড়ে চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ।

ভোট মুখী বাঁকুড়ায় চড়ছে রাজনীতির পারদ! আক্রান্ত দুই বিজেপি বিধায়ক,অভিযোগের তীর তৃণমূলের দিকে,অভিযোগ অস্বীকার তৃণমূলের।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা ভোট। সাথে, সাথে পাল্লা দিয়ে জেলায় চড়ছে রাজনীতির পারদ৷ সোমবার জেলায় দুই বিজেপি বিধায়কের আক্রান্ত হওয়ার ঘটনায় উতপ্ত জেলার রাজনৈতিক আবহ। সোনামুখীর মহেশপুরে এক অসুস্থ বৃদ্ধাকে হুইলচেয়ার প্রদান করে ফেরার পথে সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি আক্রান্ত হন। সেখান থেকে ফেরার পথে, বিধায়কের গাড়ি আটকে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিধায়কের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ার অভিযোগ ওঠে। সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির দাবি তাঁকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূল কংগ্রেসের পালটা দাবি, বিদায়কে এলাকায় দেখা যায় না,স্থানীয় জনরোষের কবলে পড়েছেন তিনি।

এই ঘটনার প্রতিবাদে, সোনামুখী চৌরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। অন্যদিকে,পরিবর্তন সংকল্প সভা থেকে ফেরার পথে ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের গাড়িতেও হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ছাতনার বিজেপি বিধায়কের গাড়িতে হামলা চালানো হয়। এই ঘটনার প্রতিবাদে সোমবার রাতে বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। এই অবরোধে বিধায়ক সত্যনারায়ণ বাবু নিজেও অংশ নেন।একই দিনে জেলার দুই বিজেপি বিধায়কের ওপর হামলার ঘটনায় জেলার রাজনৈতিক মহলেও আলোড়ন পড়ে গিয়েছে। পাশাপাশি, জেলা জুড়ে চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇




Next Story