জঙ্গলমহল খাতড়া

বেহাল রাস্তার হাল ফেরানোর দাবীতে ভোট বয়কটের ডাক ইন্দপুরের পাঁচটি গ্রামের বাসিন্দাদের।

বেহাল রাস্তার হাল ফেরানোর দাবীতে ভোট বয়কটের ডাক ইন্দপুরের পাঁচটি গ্রামের বাসিন্দাদের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বেহাল রাস্তার হাল ফেরানোর দাবীতে ভোট বয়কটের ডাক দিলেন জেলার ইন্দপুর ব্লকের পাঁচটি গ্রামের বাসিন্দারা।গ্রামে পোস্টার সাঁটিয়ে তার জানানও দিয়েছেন গ্রামের মানুষ। লিখিত ভাবে জানানো হয়েছে প্রশাসনকেও। এই ব্লকের শাঁকড়া,শাঁকড়া-ডাবর, গোয়ালডাঙা,হরিডি,মেঞ্জুয়া এই পাঁচ গ্রামের সাথে বাজার এলাকায় যাতায়াতের একমাত্র রাস্তাটি দীর্ঘ দিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। ভুলারখাপ থেকে শাঁকড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার আবস্থা একেবারেই সঙ্গীন!এই রাস্তা জুড়ে বড়ো,বড়ো গর্ত আর পুকুর খননের মাটির স্তুপ রাস্তায় পড়ে আরও চলাচলের আযোগ্য হয়ে পড়েছে।স্কুল,কলেজ,অফিস, বাজার যেতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে আম জনতা কে। এই ইস্যুতে বারে,বারে আন্দোলন,বিক্ষোভ দেখিয়েও টনক নড়েনি প্রশাসনের। তাই বাধ্য হয়ে ভোট বয়কটের সিদ্ধান্ত নিলেন পাঁচ গ্রামের বাসিন্দারা। এদিকে, ভোট বয়কটের খবর জেলা প্রশাসনের কাছে পৌঁছতেই জেলাশাসক ডাঃউমা শঙ্কর এস ইন্দপুরের বিডিওকে

গ্রামবাসীদের সাথে আলোচনা করে সমস্যা মেটানোর নির্দেশ দিয়েছেন।

#দেখুন 🎦ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/bishnupur-tmc-candidates-vote-campaign/img-20190222-wa0013-2/" rel="attachment wp-att-3983">

Next Story