শালতোড়ার দামোদরে জলের তোড়ে ভাঙল কাঠের সেতু! ব্যাহত বার্ণপুর ও আসানসোলে নিত্য যাতায়াত!

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (সুদীপ সেন ও অরূপ মাজি,শালতোড়া):- জলের তোড়ে মাঝ বরাবর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কাঠের অস্থায়ী সেতু! আর এতেই শালতোড়ার সাথে বার্ণপুর ও আসানসোলের যোগাযোগের শর্ট রুট ব্যাহত হওয়ায়, এই সেতু পেরিয়ে রোজ ওপারের শিল্প নগরীতে কাজে যাওয়ার সমস্যায় পড়লেন এলাকার প্রায় হাজার সাতেক নিত্য যাত্রী। বৃহস্পতিবার সকালেই শালতোড়ার কেশরকুড়ির দামোদর ঘাটে আচমকা জলের তোড়ে সেতুটি ভেঙ্গে গিয়ে এই বিপত্তি ঘটে। আর সেই সময় জলে পড়ে,ভেসে যান দুই ব্যক্তিও। সাধুর বাঁধের বাপী বাউরী ও তিলুড়ির বিকাশ মিশ্র তার সওয়ারী স্কুটি নিয়ে জলে ভেসে যান।প্রায় তিন কিলোমিটার ভাসার পর নৌকার মাঝি ও স্থানীয় মানুষজন দুজনকে উদ্ধার করে প্রানে বাঁচান। স্থানীয়দের দাবী,বেশ কয়েক বছর আগে সাংসদ বাসুদেব আচারিয়ার উদ্যোগে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান এই সেতু তৈরির প্রকল্পটি হাতে নেন। হয় শিল্যানাসও। কিন্তু এই পর্যন্তই!তার পর থেকে আর সেতু তৈরির কাজ এগোয় নি! ফলে কাঠের এই আস্থায়ী দূর্বল সেতু দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে,রোজ হাজার,হাজার মানুষ দামোদর পেরিয়ে ওপারে শিল্পশহর বার্ণপুর ও আসানসোলে যাতায়াত করছেন। মাঝে প্রশাসন এই সেতু দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। তবে,তার পরও পারাপার ঠেকানো যায় নি। এই সেতু দিয়েই জীবন কে বাজী রেখে চলছে নিত্য পারাপার। স্থানীয়দের দাবী, নিরুপায় হয়েই এমন ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হচ্ছে তাদের। তাই এই সমস্যা মেটাতে অবিলম্বে তারা সেতু তৈরির দাবীতে সরব হয়েছেন। কারণ সেতু পাকাপাকি গড়ে উঠলে জেলার শালতোড়া ব্লকের প্রান্তিক গ্রাম গুলির সাথে বার্ণপুর,আসানসোলের যোগাযোগ অতি সহজে গড়ে উঠবে। এতে, মানুষের রুজি,রুটির পাশাপাশি নানা পরিষেবা সহজেই পেয়ে যাবেন ।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]