ব্রেকিং নিউজ

প্রায় দুই সপ্তাহ ধরে, পাইপ ফেটে ব্যাহত পানীয় জলের পরিষেবা, সমস্যায় জয়পুরের কামারগড়িয়ার বাসিন্দারা।

প্রায় দুই সপ্তাহ ধরে, পাইপ ফেটে ব্যাহত পানীয় জলের পরিষেবা, সমস্যায় জয়পুরের কামারগড়িয়ার বাসিন্দারা।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন ( উত্তম দে,জয়পুর) : পানীয় জল সরবরাহের পাইপ লাইন ফেটে বিপত্তি!যার জেরে ব্যহত হচ্ছে পানীয় জল সরবরাহ।

ফলে,জেলার জয়পুর ব্লকের কামারগড়িয়া গ্রামের বাসিন্দাদের পানীয় জলের সঙ্কটে ভুগতে হচ্ছে!

এই গ্রামে পানীয় জল সরবরাহ করা হয় জয়পুরের সমুদ্র বাঁধ এলাকার জন স্বাস্থ্য কারিগরি বিভাগের জলের ওভারহেড ট্যাঙ্ক থেকে। কিন্তু, পাইপ লাইনটি বহুদিনের পুরানো হওয়ায় প্রায় ফেটে গিয়ে জল সরবরাহ বিঘ্নিত হয় বলে স্থানীয়দের অভিযোগ। এমনকি, এর ফলে অযথা প্রচুর জলের অপচয়ও ঘটে।

অভিযোগ,পাইপ ফাটার ঘটনা ঘটার পর, তা মেরামত করতে বেশ কিছুদিন পার হয়ে যায়।জন স্বাস্থ্য ও কারিগরি দপ্তরের কাজে গড়িমসির জন্য ভুগতে হয় গ্রামবাসীদের।

তাদের দাবী, সম্প্রতি প্রায় সপ্তাহ দুয়েক পাইপ ফেটে জল সরবরাহ বিঘ্নিত হলেও পাইপ লাইন সারানোর কোন উদ্যোগই নেয়নি দপ্তর। এমনকি, এই ঘটনা এখন প্রায়ই ঘটছে।

তাই, সমস্যা মেটাতে পুরানো পাইপ বদলে নুতন পিভিসি পাইপ লাগানোর দাবীও তুলেছেন গ্রামের বাসিন্দারা।

#দেখুন ভিডিও।[embed]

Next Story