চল্লিশ বছর ধরে বন্ধ সমবায় সমিতি, মহাজনের কবলে পড়ে রোজগারে টান জয়পুরের তাঁত শিল্পীদের।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (উত্তম দে,জয়পুর) : প্রায় চল্লিশ বছর ধরে বন্ধ রয়েছে সমবায়। অগত্যা মহাজনই ভরসা। তাই জয়পুর ব্লকের রাউৎখন্ড গ্রাম পঞ্চায়েতের চ্যাংডোবা গ্রামের তাঁত শিল্পীরা মহাজনের কবলে পড়ে, চরম অর্থিক অনটনে দিন কাটাচ্ছেন।
পুঁজি না থাকায়, মহাজনের কাছে সুতো নিয়ে, নাম মাত্র মজুরীতে, তাঁতের সামগ্রী বানিয়ে, রুজি রুটি চালানোই দূষ্কর হয়ে পড়েছে এখানকার প্রায় ১৫০ তাঁত শিল্পী পরিবারের।
অথচ, এক সময় এই শিল্পীরা দু হাত ভরে রোজগার করেছেন। তখন মহাজনের নাগপাশ ছিল না। গ্রামের রেশম তন্তুবায় সমিতি থেকে পুঁজির টাকা যেমন মিলত, তেমনি সুতোও পাওয়া যেত সমবায় থেকে।
কিন্তু বিগত চল্লিশ বছর ধরে বন্ধ রয়েছে সমবায় সমিতি। তাঁতীরা পুঁজির টানে বাধ্য হয়ে মহাজনের জালে জড়িয়ে পড়ছেন। 
দিন-রাত পুরো পরিবার মিলে হাড় ভাঙ্গা খাটুনির পরও রুজি রোজগারে টান দিন,দিন বাড়ছে।
এই অবস্থায়, স্থানীয় তাঁত শিল্পীরা, পুনরায় সমবায় খোলার যেমন দাবী তুলেছেন,তেমনই রাজ্য এবং কেন্দ্র দুই সরকারের কাছে, সহায়তা প্রকল্পের মাধ্যমে এই শিল্প ও শিল্পীর পরিবার গুলিকে বাঁচানোর আর্জিও জানিয়েছেন তারা।
এখন দেখার সরকারের দৃষ্টি পড়ে এই শিল্পের বেহাল দশা ঘুচে কি না?
#দেখুন ভিডিও।[embed]




