জঙ্গলমহল খাতড়া

জেলার শহর বাঁকুড়া থেকে জঙ্গলমহল জুড়ে কেমন ছিল দোলের রঙ ছবি? দেখে নিন এই ভিডিও প্রতিবেদনে।

জেলার শহর বাঁকুড়া থেকে জঙ্গলমহল জুড়ে  কেমন ছিল দোলের রঙ ছবি? দেখে নিন এই ভিডিও প্রতিবেদনে।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আজ রঙের উৎসবে মাতোয়ারা সারা জেলা। সাত সকালেই বসন্তের আবাহনে গানে,নাচে প্রভাত ফেরী দিয়ে শুরু। পাশাপাশি, ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের পসরা। আর ছিল রাঙিয়ে দেওয়ার আনন্দ। এদিন বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয় থেকে দোলের শোভাযাত্রা শহর পরিক্রমা করে শহর জুড়ে বনন্ত বন্দনায় মাতে। অন্যদিকে, মন্দির নগরী বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে বসন্ত উৎসবে ছিল রঙের মূর্চ্ছনা। ধামসা মাদলে আদিবাসী বোলে এখানে রঙের উৎসব অন্য মাত্রা পেয়েছিল।রাজ্যের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা মাদল বাজিয়ে, নেচে নজর কাড়েন সবার।

জেলার জঙ্গলমহলের রাণী মুকুটমনিপুর এদিন মেতেছিল রঙের উৎসবে। বিধায়ক জ্যোৎস্না মান্ডি জানান, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকেরাও এই পলাশ উৎসবের আনন্দ উপভোগ করেন। নাচে,গানে রঙের ঝরণায় পলাশ উৎসবের আবহে এদিন আর অপরূপা হয়ে ওঠে মুকুটমনিপুর।

জেলার শিল্প শহর মেজিয়াতেও ঘটা করে পালিত হয় বসন্ত উৎসব। এখানকার তাপ বিদ্যুৎ কেন্দ্রে সকালে প্রভাত ফেরির আয়োজন ছিল। আর ছিল রঙের আলিঙ্গনে সবাইকে আপন করার ধুম।পাশাপাশি দোলে উৎসবের আবহ ছিল সারা জেলা জুড়ে। তারই রঙ ছবি নিয়ে আমাদের এই ভিডিও কোলাজে রইল বসন্তের আবাহন। আর বাঁকুড়া২৪X৭পরিবারের পক্ষ থেকে সকলের জন্য থাকল রঙিন শুভেচ্ছে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/the-deceased-mother-and-her-two-year-old-son-and-12-passengers-were-injured-when-a-passenger-bus-overturned-in-baguli-barjora/img-20200304-wa0034/" rel="attachment wp-att-8257">

Next Story