Home > ব্রেকিং নিউজ > দাদুর সাথে, গোয়াল পূজোয় পুকুরে শালুক ফুল তুলতে গিয়ে, জলে ডুবে মৃত্যু হল নাতির।
দাদুর সাথে, গোয়াল পূজোয় পুকুরে শালুক ফুল তুলতে গিয়ে, জলে ডুবে মৃত্যু হল নাতির।
BY Bankura 24x717 Sep 2018 2:36 PM GMT

X
Bankura 24x717 Sep 2018 2:36 PM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : গোয়াল পূজোয় পুকুর থেকে শালুক ফুল তুলতে গিয়ে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল নাতির।
এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে পাত্রসায়র থানার বন বীরসিংহ গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত কিশোরের নাম দীপক মাল (১৫)। সে নবম শ্রেণীর ছাত্র ছিল। মৃত কিশোরের পরিবার সুত্রে জানা গেছে, দাদুর দেখাদেখি দীপকও ফুল তুলতে নামলে আচমকা জলে তলিয়ে যায়। দাদু তখন অন্য দিকে ফুল তুলছিল। ঘটনা দাদুর নজরে পড়েনি। এক মহিলা দেখে বাঁচানোর আর্ত চিৎকার শুনে দাদু ঘটনার টের পান। আসপাশের লোকজন দীপক কে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষনা করা হয়। এই ঘটনায় পুরো গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
Next Story