জঙ্গলমহল খাতড়া

সারেঙ্গায় কেন হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল জলের বিশাল ট্যাংক? দপ্তরকে খতিয়ে দেখার নির্দেশ প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরার।

সারেঙ্গায় কেন হুড়মুড়িয়ে  ভেঙ্গে পড়ল জলের বিশাল ট্যাংক? দপ্তরকে খতিয়ে দেখার নির্দেশ প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরার।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সারেঙ্গার ফতেডাঙ্গায় হুড়মুড়িয়ে জলের ট্যাংক ভেঙ্গে পড়ার কারণ খতিয়ে দেখতে দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা। তিনি এই ঘটনার পর সাংবাদিকদের বলেন,ঠিক কি কারণে এই দূর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। আর জল সরবরাহ যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক করার চেষ্টা চালানো হবে বলেও জানান তিনি।

আজ দুপুর তিনটে নাগাদ সারেঙ্গার ফতেডাঙ্গায় এই জলের ট্যাংকটি হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে। প্রায় বছর দুই আগে তৈরি হওয়া এই ট্যাংকটি থেকে পলেস্তরা ছেড়ে পড়ছিল। ট্যাংকের বেশ কিছুটা অংশ হুড়ে ফাটল ও দেখা গিয়েছিল। তবে হুড়মুড়িয়ে তাসের ঘরের মতো এভাবে জলের ট্যাংক ভেঙ্গে পড়বে তা ভেবে উঠতে পারেন নি স্থানীয় বাসিন্দারা। আজ দুপুরে আচমকা বিকট শব্দে ভেঙ্গে পড়ে ট্যাংকটি। সাথে আগুনের ঝলকানি দেখে এলাকার মানুষ প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ঘটনা স্থলে ছুটে যান তারা। খোঁজ নিয়ে দেখেন,কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্যাংকটির পাদদেশে থাকা বাড়ীটি ধুলোয় মিশে গেলেও তার মধ্যে কোন লোক না থাকায় বড়ো বিপদ এড়ানো গেছে। স্থানীয়দের দাবী, তৈরির সময় নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহার করার জন্যই এমন দূর্ঘটনা ঘটল। তারা পুরো ঘটনার বিভাগীয় তদন্তের দাবীও তুলেছেন।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/the-mp-recorded-the-absence-of-staff-by-opening-the-closed-post-office-gate-at-bankura-on-lf-and-cong-join-strike-day/img-20200108-wa0027_1024x1280_768x960/" rel="attachment wp-att-7702">

Next Story