মেজিয়াতে সুব্রত মুখোপাধ্যায়ের ভোট প্রচারে বিনা হেলমেটে বাইক র্যালী কে কেন্দ্র করে উঠল বিতর্ক !

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে ট্রাফিক আইন কে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিনা হেলমেটে মোটর বাইক র্যালী কে ঘিরে উঠল জোর বিতর্ক! যদিও এই র্যালীর সবাই দলের নন,অল্প কয়েক জন আছেন, বাকীদের খবর তিনি রাখেন নি বলে সুব্রত বাবু নিজে এই প্রসঙ্গে সাফাই দেন। পাশাপাশি তিনি আরও জানান, আজকের এই রোড শোতে ভালো সাড়া মিলেছে। পুরো ব্লক জুড়ে প্রচার কর্মসূচি নেওয়া হয়েছেমেজিয়ার আজকের নির্বাচনী শোভাযাত্রায় প্রায় শতাধিক বাইক নিয়ে কর্মী,সমর্থকরা র্যালীতে সামিল হন।যাদের বেশীরভাগ মাথায় হেলমেট পরেন নি। অথচ বছরভর রাজ্য সরকার সেফ ড্রাইভ, সেভ লাইফের প্রচার করছে, আর খোদ শাসক দলের কর্মী সমর্থকরা সরকারী নিয়ম নীতি কে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিনা হেলমেটে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন! এ নিয়েই উঠছে বিতর্ক!
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]