ব্রেকিং নিউজ

জেলা জুড়ে নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হল বিশ্ব এইডস দিবস।

জেলা জুড়ে নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হল বিশ্ব এইডস দিবস।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন: জেলা প্রশাসনের উদ্যোগে আজ বিশ্ব এইডস দিবসে এই রোগ প্রতিরোধে সচেতনা গড়ে তুলতে সাত সকালে পদ যাত্রায় হাঁটলেন জিলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মূর্মু, জেলা শাসক ডাঃউমাশঙ্কর এস।

সাথে পা মেলালেন বাঁকুড়া পৌর প্রধান মহা প্রসাদ সেনগুপ্ত,উপ পৌর প্রধান দিলীপ আগরওয়াল,সিএমও এইচ প্রসূন দাস সহ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ছাত্র,ছাত্রী,স্বাস্থ্য কর্মী ও আধিকারিক সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।

আজ সকালে সিএমওএইচের দপ্তর থেকে এই পদযাত্রার সূচনা হয় এবং সারা শহর পরিক্রমা করে।

অন্যদিকে, বাঁকুড়া জেলা সংশোধনাগারে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে বন্দিদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।

#দেখুন ভিডিও।[embed]

Next Story