জঙ্গলমহল খাতড়া

জেলা জুড়ে পালিত হল বিশ্ব তামাক বর্জন দিবস।

জেলা জুড়ে পালিত হল বিশ্ব তামাক বর্জন দিবস।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলা জুড়ে পালিত হল বিশ্ব তামাক বর্জন দিবস। জেলার কেন্দ্রীয় অনুষ্ঠানটি জেলার সংখ্যা লঘু দপ্তরের সভা কক্ষে অনুষ্ঠিত হয়ে গেল। শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র,ছাত্রীদের ও সামাজের বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে তামাক ব্যবহারের কুফল তুলে ধরা হয় এদিন। এমনকি, ক্যান্সার আক্রান্ত রোগীদের সেমিনারে হাজির করে, তাদের মাধ্যমে তামাকের ক্ষতি কারক দিক গুলো তুলে ধরে, তামাক বর্জনের সচেতনতার পাঠ দেন বিশেষজ্ঞরা। তার আগে তামাক মুক্ত সমাজ গড়ার বার্তা দিতে একটি র‍্যালী শহর পরিক্রমা করে।

#দেখুন 🎦 ভিডিও।[embed] href="https://www.bankura24x7.com/hs-rank-8th-gourav-singa/img-20190222-wa0013-696x557/" rel="attachment wp-att-5058">

Next Story