Home > বাজার-বানিজ্য > বিশ্ব ডিম দিবসে, স্কুল পড়ুয়াদের ডিমের খাদ্যগুণ বোঝাতে ডিম উৎপাদন সংস্থার উদ্যোগ , পড়ুয়াদের উপহার দেওয়া হল ডিমও।
বিশ্ব ডিম দিবসে, স্কুল পড়ুয়াদের ডিমের খাদ্যগুণ বোঝাতে ডিম উৎপাদন সংস্থার উদ্যোগ , পড়ুয়াদের উপহার দেওয়া হল ডিমও।
BY Bankura 24x712 Oct 2018 11:14 PM IST

X
Bankura 24x712 Oct 2018 11:14 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিশ্ব ডিম দিবসে জঙ্গল মহলের অন্যান্য জেলার সাথে বাঁকুড়াতেও একটি ডিম উৎপাদক সংস্থার উদ্যোগে স্কুলে,স্কুলে ডিমের পুষ্টি গুন ও ডিম খাওয়ার উপযোগিতা বোঝানো হল ছাত্র,ছাত্রীদের।
তাদের দৈনিক খাদ্যাভ্যাসের মধ্যে ডিম থাকাটা কেন জরুরী তারও বিস্তারিত ব্যাখ্যা করেন পুষ্টি বিদরা। পাশাপাশি এদিন ডিম দিবসে পড়ুয়াদের হাতে ডিমও উপহার হিসেবে তুলে দেয় সংস্থাটি। এছাড়াও পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় বই,খাতা ও কলম।
Next Story