Home > ব্রেকিং নিউজ > বাঁকুড়ায় ব্রিগেডের সভার প্রচার মঞ্চে দেবী দূর্গার সাথে তুলনা করে, মমতা বন্দনা রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমার!
বাঁকুড়ায় ব্রিগেডের সভার প্রচার মঞ্চে দেবী দূর্গার সাথে তুলনা করে, মমতা বন্দনা রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমার!
BY Bankura 24x75 Jan 2019 9:16 PM IST

X
Bankura 24x75 Jan 2019 9:16 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া শহরের বঙ্গ বিদ্যালয় মাঠে জেলা তৃণমূল কংগ্রেসের ডাকা ১৯শে জানুয়ারীর ব্রিগেডের সভার সমর্থনের সভা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দেবী দূর্গার সাথে তুলনা করলেন রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসর সভানেত্রী তথা স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্র মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
এদিন ব্রিগেডের সভাকে ঐতিহাসিক সভার আখ্যা দিয়ে কেন্দ্রে মোদী সরকারের উৎখাতের ডাক দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে দূর্গা নামে অবিহিত করে, কার্যত দূর্গা বন্দনার আদলে,মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কবিতা আবৃত্তি করে সভা মাতিয়েদেন এই মহিলা নেত্রী।
আবেগ তাড়িত হয়ে উপস্থাপনা করা তার এই আবৃত্তি সবার মন ছুঁয়ে যায়।
সারা মাঠে হাততালির বন্যা বয়ে যায়।
#দেখুন ভিডিও।[embed]
Next Story