প্রশাসনিক অনুমতি না মেলায় বাঁকুড়ায় যোগী আদিত্যনাথের সভা বাতিল, সাংবাদিক বৈঠক করে জানাল বিজেপি।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আগামী কালের (৫ই ফেব্রুয়ারি)বাঁকুড়ায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রস্তাবিত সভা বাতিল বলে ঘোষনা করল বিজেপি।
জেলা প্রশাসনের তরফে,হেলি প্যাড এবং সভার লিখিত অনুমতি দিতে টালবাহানা ও সভার ২৪ ঘন্টা মোটে হাতে রয়েছে,তার আগে প্রশাসনিক অনুমতি না মেলায় বিজেপি ধরেই নিয়েছে আর সভার অনুমতি মিলবে না।
অন্যদিকে,যোগীজীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা জেলায় পৌঁছে গেলেও,যেহেতু জেলা প্রশাসনের অনুমতি নেই,তাই তারাও বীনা অনুমতিতে সভা করার পক্ষে সাই দেননি,ফলে বাধ্য হয়ে,যেগীজীর সভা বাতিল করার কথা আজ দুপুরে সাংবাদিক বৈঠক করে ঘোষনা করলেন বিজেপির জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র।
তিনি জানান,এই ঘটনার প্রতিবাদে আগামী ৭ই ফেব্রুয়ারি জেলা জুড়ে প্রতিবাদ - বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিজেপি।
বিজেপির,অভিযোগ,গত ২৯শে জানুয়ারী জেলাশাসক ও মহকুমাশাসকের কাছে বাঁকুড়া শহর লাগোয়া আড়াল বাঁশী গ্রামের একটি ব্যক্তি মালিকাধীন মাঠে সভা করার জন্য ও হেলি প্যাড ব্যবহারের জন্য অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু এখনও কোনো অনুমতি মেলেনি।
ফলে,শেষ অবধি, যোগী আদিত্য নামের সভা বাতিল করতে বাধ্য হয় বিজেপি নেতৃত্ব।
#দেখুন 🎦ভিডিও👇[embed]