পাঁচমাসের ছোট্ট প্রাপ্তিকে বাঁচাতে শরিক হন আপনিও। বাড়িয়ে দিন আর্থিক সাহায্যের হাত।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পাঁচ মাসের ফুটফুটে প্রাপ্তির জীবন বাঁচাতে পথে নেমেছেন গ্রামবাসীরা। তার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন জেলাশাসকও। কিন্তু ছোট্ট প্রাপ্তির বিরল (Osteopertrosis) সারাতে তার অস্থি মজ্জ প্রতিস্থাপন (Bone Marrow Transplantation) করা জরুরী হয়ে পড়েছে।
যার জন্য কমপক্ষে ২৫ লাখ টাকা দরকার। বাঁকুড়ার সিমলাপাল ব্লকের লক্ষ্মীসাগর এলাকার হ্রদ সারেঙ্গা গ্রামের বাসিন্দা প্রাপ্তির বাবা পার্থ প্রতীম পান্ডার পক্ষে এই বিপুল পরিমান টাকা ব্যায় করা সম্ভব নয়। তাই ইতি মধ্যেই সিমলাপাল ব্লকের কয়েকটি গ্রামের মানুষ প্রাপ্তির নুতন জীবন প্রাপ্তির জন্য পথে নেমে প্রায় পাঁচ লাখ টাকা সংগ্রহ করতে পেরেছেন। কিন্তু এখনও আরও অনেক টাকার প্রয়োজন। তাই প্রপ্তির বাবা জেলা শাসকের কাছেও সাহায্যের আর্জি জানান। সাথে,সাথে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১ লাখ টাকা সাহায্যের জন্য জেলাশাসক আবেদন পত্র পাঠিয়ে দিয়েছেন। পাশাপাশি,জেলা প্রশাসনের তহবিল ও প্রশাসনিক আধিকারিকদের অনুদানের মাধ্যমে আরো কিছু আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। কিন্তু তবুও আরো অর্থের প্রয়োজন। এই অবস্থায় সারা দেশ,বিদেশ ও রাজ্যের সহৃদয় ব্যক্তি,প্রতিষ্ঠান, ক্লাব,গণ সংগঠন ও সমাজের সকল স্তরের মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন ছোট্ট প্রাপ্তির বাবা পার্থ প্রতীম পান্ডা। আপনারা এই আর্থিক সাহায্য পাঠাতে পারেন সরাসরি হাসপাতালে বা প্রাপ্তির বাবার ব্যাঙ্ক একাউন্ট অথবা ইউপিআই ওয়ালেটে।
By cheque :
To,
APOLLO HOSPITALS ENTERPRISES LIMITED- BABY PRAPTI PANDA - ACH1.0000228244 . বিশদে জানার জন্য হাসপাতালে ফোন করতে পারেন 044-61151294 নম্বরে।
আথবা, পার্থপ্রতিম পন্ডা-র account / upi wallet -এ সরাসরি আর্থিক সাহায্য করতে পারেন নীচের দেওয়া একাউন্টে :
Paytm/ Google pay: 8617050848
Phone pay: 8372023811
A/c no- 35149527143
IFSC: SBIN0015938.
পাশাপাশি, এই আবেদন সহ প্রতিবেদনটি শেয়ার করে প্রাপ্তির পাশে দাঁড়ান। আপনার একটি শেয়ার প্রাপ্তির জীবন দানের জন্য আর্থিক সাহায্যের কাজে লাগতে পারে। বাঁকুড়া ২৪X৭ এর পক্ষ থেকেও সকলকে প্রাপ্তির জীবন দানে সাহায্যর জন্য এগিয়ে আসার অনুরোধ রইল।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]