শহরে যাত্রা শুরু ব্যাডমিন্টন একাডেমির, প্রথম দিনেই জমিয়ে খেলে নজর কাড়লেন ডিএম ও এসপি।

Update: 2019-11-23 14:49 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলা প্রশাসনের উদ্যোগে শহরে শুরু হয়ে গেল ব্যাডমিন্টন কোচিং একাডেমি। নুতনচটি কৃষি বাজারে আজ জেলাশাসক ও পুলিশ সুপার ফিতে কেটে এই একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। এছাড়া এই দুইজন জমিয়ে ব্যাডমিন্টন খেলে নজরও কাড়লেন সবার। এদিন বাঁকুড়া ব্যাডমিন্টন ক্লাবের সূচনার দিনে একটি ফ্রেন্ডলি ম্যাচেরও আয়োজন ছিল। এই একাডেমিতে বাচ্চাদের পাশাপাশি বড়োরাও বিনামূল্যে কোচিং নিতে পারবেন। থাকছে প্রতিদিন প্র‍্যাকটিসের ব্যবস্থাও। জেলাশাসক উমা শঙ্কর এস জানান,শহরে খেলা ধূলার চর্চা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, ব্যাডমিন্টন একাদেমি গড়ে তোলার পর শহরের রবীন্দ্রভবনে একটি ইন্ডোর খেলার জায়গা ও সুইমিং পুল গড়ে তোলা হবে। অন্যদিকে,জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও জানান,ব্যাডমিন্টন একাডেমি চালু হওয়ায় এবার থেকে কৃষি বাজার সংলগ্ন এলাকায় সুস্থ পরিবেশ গড়ে উঠবে। আর সেই কাজে পুলিশও সাহায্য করবে।

এদিন ব্যাডমিন্টন খেলা উপভোগ করে আপ্লুত বলেও জানান পুলিশ সুপার।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/there-is-no-danger-of-continuing-gas-erosion-from-the-marshy-land-of-hirbandh-reports-geologist/img-20191119-wa0007_1200x1500_1024x1280/" rel="attachment wp-att-7135">

Similar News