জ্বালানীর দাম বৃদ্ধির প্রতিবাদে বাম ও জাতীয় কংগ্রেসের বনধ জেলায় শান্তিপূর্ণ। স্বাভাবিক ছিল জেলার জীবনযাত্রা।

Update: 2018-09-10 13:05 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পেট্রোপন্যের দাম বৃদ্ধির প্রতিবাদে, বামেদের ডাকা ৯ ঘন্টা ও কংগ্রেসের ডাকা ১২ ঘন্টার ভারত বন্ধে জেলায় মিছিল পাল্টা মিছিলে ছিল সরগরম। তবে মোটের ওপর জেলায় আজকের বন্ধ ছিল শান্তিপূর্ণ। সকালের দিকে বাস স্ট্যান্ডে বেসরকারী বাস চলাচল স্বাভাবিক রাখতে ছুটে যান খোদ জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস সহ আধিকারিকরা। জেলায় বড়ো,বড়ো দোকান পাঠ কিছু বন্ধ থাকলেও সার্বিক বাজারের ছন্দ ছিল কার্যত স্বাভাবিক।

তবে, সকালের দিকে,বাম,জাতীয় কংগ্রেসের বনধের সমর্থনে মিছিল করতে দেখা গেলেও বেলা বাড়ার সাথে,সাথে তাদের দেখা যায় নি। তবে বনধে ঝামেলা ঠেকাতে জেলা জুড়ে পুলিশী তৎপরতা ছিল তুঙ্গে। জেলার পুলিশ সুপার সুখেন্দু হীরা বাঁকুড়া২৪x৭ কে জানান, জেলায় বনধ ছিল শান্তিপূর্ণ। জেলায় গ্রেপ্তারেরও কোনো খবর নেই।[playlist data-type="video" ids="828"]

Similar News